প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চাঁদে প্রথম ‘জাক্সা’র সফট-ল্যান্ডিংয়ের জন্য জাপানের প্রধানমন্ত্রী মিঃ ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, মহাকাশ অন্বেষণের ক্ষেত্রে জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)-র সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“চাঁদে জাপানের প্রথম সফট-ল্যান্ডিংয়ের জন্য প্রধানমন্ত্রীকে ফুমিও কিশিদা এবং জাক্সা-র প্রত্যেককে অভিনন্দন। মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে ইসরো এবং জাক্সা-র মধ্যে সহযোগিতা গড়ে তুলতে চায় ভারত।”
Congratulations Prime Minister @Kishida230 and everyone at JAXA on achieving Japan’s first soft Moon landing. India looks forward to our cooperation in space exploration between @isro and JAXA. https://t.co/lvQ99iltDH
— Narendra Modi (@narendramodi) January 20, 2024