এবছর দশম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য ভাবে উদযাপিত হল বিশ্বের বিভিন্ন প্রান্তে। ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে তথা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন যোগ দিবসের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন অসংখ্য মানুষ। এইভাবে যোগ চর্চা ও যোগাভ্যাস জনপ্রিয় হয়ে ওঠায় সকলের উদ্দেশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন :
"ব্যক্তি ও সমষ্টি তথা বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে বিশ্বের নানা প্রান্তে। এই দিনটি পালন করার অঙ্গ হিসেবে তাঁরা সকলেই কোন না কোন স্থানে সমবেত হয়ে যোগ চর্চা ও যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। যোগ কিভাবে নানা সংস্কৃতি ও পরিবেশ থেকে উঠে আসা মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে এহল তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমনকি, যুবক ও তরুণরা যেভাবে নিষ্ঠা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস পালনে অংশগ্রহণ করেছেন তা নিঃসন্দেহে আনন্দদায়ক।
যোগ চর্চাকে যাঁরা এইভাবে জনপ্রিয় করে তুলেছেন তাঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানুষে মানুষে ঐক্য ও সম্প্রীতির প্রসারে এই প্রচেষ্টা কখনই বিফল হতে পারে না। আমি এটাও আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে যোগ প্রশিক্ষকদের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। তাঁদের আবেগ ও বিশেষ পারদর্শিতা অন্যদের যোগ চর্চার দিকে আকৃষ্ট করেছে।
আগামী বছরগুলিতে সমগ্র বিশ্ব যোগ চর্চার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা জানাই।"
The 10th International Yoga Day has been held at a great scale across the world thanks to the collective efforts of individuals, communities and organisations who came together and practiced Yoga. It is clear that Yoga has become a unifying force, bringing together people across…
— Narendra Modi (@narendramodi) June 21, 2024