প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উপলক্ষে সমাবেশে ভাষণও দিয়েছেন।
সারা দেশের বিকশিত ভারত সংকল্প যাত্রার কয়েক হাজার সুবিধাপ্রাপক অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিগণও অংশ নেন অনুষ্ঠানে।
রাজস্থানের কোটার একজন স্বনিধি কর্মসূচির সুবিধাপ্রাপক স্বপ্না প্রজাপতি অতিমারীর সময় মাস্ক তৈরি করে দেশকে সাহায্য করেন। তাঁর বেশিরভাগ বাণিজ্যিক কাজ ডিজিটাল লেনদেনের মাধ্যমে করার জন্য প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সাংসদ, লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা তাঁকে উৎসাহিত করেন সচেতনতা প্রসারে উদ্যোগ নেওয়ায়। স্বপ্নার গোষ্ঠীর মহিলারা মিলেটের প্রচার করছেন এবং মিলেট নিয়ে কাজ করছেন জেনে প্রধানমন্ত্রী মোদী আনন্দ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ‘কুমোর’ সম্প্রদায়ের উদ্যোগপতিদের বিশ্বকর্মা কর্মসূচি সম্পর্কে জানান। তিনি বলেন, ‘আপনাদের সম্মিলিত মাতৃশক্তি আপনাদের নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং আমি সকল দিদিকে অনুরোধ করছি মানুষকে প্রাপ্য সুবিধাগুলি সম্পর্কে জানিয়ে আপনারা মোদী কি গ্যারান্টি কি গাড্ডি-কে সফল করে তুলুন।’