জন ঔষধি কর্মসূচির এক সুফলভোগী জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার গুলাম নবী ধর এই কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সুলভে জেনেরিক ওষুধ পেয়ে তাঁর মতো বহু মানুষ উপকৃত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, জন ঔষধি কেন্দ্র থেকে ওষুধ ক্রয় করে তিনি প্রায় ৯ হাজার টাকা সাশ্রয় করতে পেরেছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই কর্মসূচি থেকে জম্মু ও কাশ্মীরের মানুষ উপকৃত হচ্ছেন যেনে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেছেন, সরকার এই কর্মসূচি প্রতিটি গ্রামে পৌঁছে দেবে, যাতে সব মানুষই উপকৃত হন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের আগে জম্মু ও কাশ্মীরের উন্নয়নসাধন জটিল প্রক্রিয়া ছিল। কিন্তু এখন মানুষ সরকারের কর্মসূচিগুলি থেকে লাভবান হচ্ছেন। এখানে এইমস্ – এর ধাঁচে চিকিৎসা প্রতিষ্ঠান নির্মাণের কাজ এগিয়ে চলেছে। জম্মু ও কাশ্মীরে এখন প্রত্যেকে ‘সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিসওয়াস’ – এর সুফল প্রত্যক্ষ করছেন।
জন ঔষধি কর্মসূচির সুফলভোগী গুলাম নবী ধরের সঙ্গে বন্ধুসুলভ মেজাজে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের কথা উল্লেখ করে বলেন, গুলাম নবী সাহেব, দিল্লিতে আপনার নামে আমার একজন বন্ধু রয়েছেন। আমার সঙ্গে যখন গুলাম নবীজীর দেখা হবে, আমি তাঁকে বলবো, পুলওয়ামার একজন গুলাম নবীর সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে।