জন ঔষধি কর্মসূচির একজন সুফলভোগীর সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী মোদী আবেগপ্রবণ হয়ে পড়েন। দেরাদুনের এক মহিলা সুফলভোগী দীপা শাহ ২০১১ সালে পক্ষাঘাতের শিকার হন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় দীপা শাহ বলেন, তিনি প্রধানমন্ত্রীর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন। তিনি জন ঔষধি কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি ঈশ্বরকে প্রত্যক্ষ করিনি, তবে আপনার মধ্যে ঈশ্বরের রূপ উপলব্ধি করেছি’।
আবেগবিহ্বল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দীপা দেবী বলেন, আপনার কথা শুনে এবং আপনার আশীর্বাদ পেয়ে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি এবং কথাও বলতে পারছি। তাঁকে সাহায্য করার জন্য তিনি উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সহ অন্যান্যদের ধন্যবাদ জানান।
তিনি প্রধানমন্ত্রীকে জানান, জন ঔষধি কর্মসূচি থেকে প্রতি মাসে তাঁর প্রায় সাড়ে তিন হাজার টাকা সাশ্রয় হচ্ছে।
দীপা দেবীর সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি ইচ্ছাশক্তি দিয়ে অসুস্থতাকে জয় করেছেন। আপনার সাহসিকতার মধ্যেই ঈশ্বর বিরাজমান। আর এই ঈশ্বর আপনাকে জীবনের সঙ্কট থেকে বেরিয়ে আসার শক্তি যুগিয়েছে। আপনার মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে তাকে পাথেয় করে এগিয়ে চলুন।