টাউন হলে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিখ্যাত স্পিনার অনিল কুম্বলের উদাহরণ তুলে ধরেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২০০২ সালে একটি ম্যাচে গুরুতর চোট পাওয়ার পরও কিভাবে অনিল কুম্বলে বল করেছিলেন এবং ভাল ভাল উইকেটগুলি তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী সেকথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “চোট পাওয়া সত্বেও অনিল কুম্বলের বল করাটা কেউই ভুলতে পারবেন না। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে গিয়ে অনিল কুম্বলের চোয়ালে চোট লেগেছিল এবং তিনি আঘাত পেয়েছিলেন। কিন্তু তিনি ম্যাচ ছেড়ে চলে যাননি। ভাঙা চোয়াল নিয়েই তিনি বল করেছিলেন এবং সেই সময়ের সর্বসেরা ব্যাটসম্যান ব্রায়েন লারাকে আউট করেছিলেন।”