প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত সম্পর্কে গিটহাব সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক টমাস ডোহমকের মন্তব্য উদ্ধৃত করেছেন। ডোহমকে বলেছেন, সৃজনশীল জনসংখ্যার প্রশ্নে ভারত বিশ্বে প্রথম। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে ভারতের উত্থান অপ্রতিরোধ্য।
উদ্ভাবন ও প্রযুক্তির প্রশ্নে ভারতীয় তরুণ প্রজন্মের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “উদ্ভাবন ও প্রযুক্তির প্রশ্নে ভারতীয় তরুণ প্রজন্ম অন্যতম শ্রেষ্ঠ”।
When it comes to innovation and technology, Indian youth are among the best! https://t.co/hpmsalotw4
— Narendra Modi (@narendramodi) October 30, 2024