প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে হোয়াটস্অ্যাপ।
তিনি তাঁর হোয়াটস্অ্যাপ – এর লিঙ্কও ভাগ করে নিয়েছেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “গোটা দেশে ছড়িয়ে থাকা আমার পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে হোয়াটস্অ্যাপ। আমার এই চ্যানেলের সঙ্গে আপনি অবশ্যই যুক্ত হন এবং সবধরনের আপডেট আপনার ফোনে তাড়াতাড়ি পেয়ে যাবেন।
व्हाट्सऐप मेरे लिए देशभर के अपने परिवारजनों से जुड़ने का एक और सशक्त माध्यम बन रहा है। मेरे इस चैनल के जरिए आप मुझसे जरूर जुड़ें और सभी अपडेट्स तुरंत अपने फोन पर ही पाएं। https://t.co/yeiAROfYmX pic.twitter.com/N166excJRb
— Narendra Modi (@narendramodi) October 9, 2023