প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীদের পরামর্শ দেন আত্মপ্রত্যয়ের সঙ্গে পরীক্ষা দিতে হবে, চাপ নিয়ে নয়। ছাত্রছাত্রীরা যখন বলে প্রশ্নপত্র দেখেই তাদের ভুলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে স্কুটার চালানোর আগে সেটিকে ঝাঁকানো হয়। তিনি বলেন, “এটা বিজ্ঞান সম্মত নয় কিন্তু স্কুটার যখন চালু হয়না তখন সকলেই এই কাজটি করে থাকেন। একইভাবে টেনিস খেলোয়াড় ও ক্রিকেটাররাও খেলা শুরুর আগে গা গরম করে নেন। কেন তাঁরা সেটি করেন? এরফলে তাঁরা স্বচ্ছন্দ্য অনুভব করেন।”
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেরই স্বাচ্ছন্দ্যবোধের জন্য নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দেন প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পর তারা নিজেরা যেন প্রশ্নগুলি নিজেদের মতো সাজিয়ে নেন। তিনি তাদের পরামর্শ দেন, “সোজা প্রশ্নের উত্তরগুলি আগে লিখে ফেল।” এরফলে তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।