পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী মোদীর কাছে জানতে চেয়েছিল যে, ভোরে না গভীর রাতে, কোন সময়ে পড়াশোনা করা ভালো। তাঁরা জানতে চেয়েছিল পড়াশোনার সবথেকে ভালো সময় কখন।
পড়াশোনার সবথেকে ভালো সময় কখন সেই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, পড়ুয়াদের পরামর্শ দেওয়ার জন্য কেবল ৫০ শতাংশই অধিকার আছে কারণ তিনি নিজেই খুব সকালে ওঠেন, কিন্তু অনেক কার্যক্রমের কারণে তিনি দীর্ঘ সময় ধরে করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি তোমাদের সবাইকে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরামর্শ দেব, কারণ আকাশ থেকে বৃষ্টি পড়ার ঠিক পরে যেরকম পরিস্থিতি থাকে, খুব সকালে আমাদের মন সেই রকম তরতাজা থাকে। প্রত্যেকের সেই রুটিনটিই মেনে চলা উচিৎ যা তার কাছে সুবিধাজনক"।
এছাড়া প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন কীভাবে কিছু ছাত্রছাত্রীরা মাকে নিজের পছন্দের খাবার রান্না করতে বলে বা নিজের মাকে ভোরে ঘুম থেকে তুলে দিতে বলে, যাতে সে পড়তে পারে।