প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিনরাত কাজ করেন, তা গোপন নয়। যাঁরা তাঁকে চেনেন এবং তাঁর সঙ্গে কাজ করেছেন তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী মোদী নিরলসভাবে কাজ করেন এবং অফিসে দায়িত্ব গ্রহণের পর থেকে একটি দিনও ছুটি নেননি। গুজরাতের একজন দলীয় সহকর্মী কেদার তাম্বে জি একটি মুহূর্ত স্মরণ করেছেন, যখন তিনি নরেন্দ্র মোদীকে ব্রেক নিতে বলেছিলেন।
তাম্বে জি সেই দৃষ্টান্তটি স্মরণ করেছেন, যখন তিনি নরেন্দ্র মোদীকে তাঁর ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, সেই সময়ে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। “মোদীজি আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি যখন পরিদর্শন করেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম – আপনি কখন ব্রেক নেবেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেবেন? এর উত্তরে, মোদীজি বলেছিলেন – এই জীবনে নয়, সময় পেলে পরের জীবনে হতে পারে,” বলেছেন কেদারতাম্বে জি।
তাম্বে জি বলেছেন যে, মোদীজি জানতেন যে তাঁকে দেশের জন্য অবিরাম কাজ করতে হবে। তাঁর জবাবে তাম্বেজিকে দেশের প্রতি নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি বুঝতে পেরেছিলেন।
#ModiStory
— Modi Story (@themodistory) April 9, 2022
That PM Narendra Modi is a workaholic is no secret.
Guess what Modi had to say when a friend asked,
"When do you plan on taking a break?"
Visit: https://t.co/9iulCar3rR
Follow: @themodistory pic.twitter.com/3c4E9CWdPs