প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যোগকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে যোগ আচার্য্য, যোগ প্রচারক সহ প্রত্যেককে অনুরোধ জানিয়েছেন। শ্রী মোদী সপ্তম আন্তার্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন।
গীতা থেকে উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যোগের মাধ্যমে আমাদের সংঘবদ্ধ হয়ে এগোতে হবে। কারণ যোগই সকলের সমস্যার সমাধান করবে। যোগ কষ্টের থেকে মুক্তি দেয় এবং প্রত্যেককে নানা সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করে।
শ্রী মোদী যোগের জনপ্রিয়তা এবং মানুষের মধ্যে এই বিষয়ে উৎসাহ বাড়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, যোগ প্রত্যেকটি মানুষের কাছে তার বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে পৌঁছাচ্ছে। যোগকে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে যোগ আচার্য্য এবং আমাদের সকলকে উদ্যোগী হতে হবে।