“I assure everyone, especially those affected, that all possible support will continue being provided”
Prime Minister thanks frontline relief workers for their service

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেন, ভূমিধসে ক্ষতিগ্রস্ত ওয়েনাড়ে সম্ভাব্য সমস্ত রকমের সহায়তা দেবে কেন্দ্র। পর পর বেশ কয়েকটি এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, "ওয়েনাড়ের ধস আমাদের সবাইকে ব্যথিত করেছে। এই ঘটনা সামনে আসার পর থেকে আমি পরিস্থিতির ওপর নজর রাখছি। কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছে। আজ আমি সেখানে গিয়েছিলাম এবং পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমি আকাশপথেও ঘুরে দেখেছি"

প্রধানমন্ত্রী এই বিপর্যয়ের শিকার মানুষজনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাঁদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, "ভূমিধসে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। আমি বুঝতে পারছি, অসংখ্য পরিবার ক্ষতির শিকার হয়েছে। আমি ত্রাণ শিবিরও পরিদর্শন করেছি এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছি"

ত্রাণ সাহায্য সম্পর্কে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি প্রত্যেককে আশ্বস্ত করছি, বিশেষত যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্ভাব্য সমস্ত রকমের সাহায্য চালিয়ে যাওয়া হবে। এই কঠিন সময়ে আমরা সবাই কেরালার মানুষের পাশে আছি"

আকাশপথে ঘটনাস্থল পরিদর্শনের পর পরই প্রধানমন্ত্রী ত্রাণকার্যে জড়িতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি সরকারি আধিকারিক এবং যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন, এই কঠিন সময়ে তাঁদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেরালা সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পরই ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল, বাড়ি সহ আবশ্যিক পরিকাঠামো পুনরায় চালু করতে কেন্দ্র প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।"

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 নভেম্বর 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage