প্রধানমন্ত্রী মোদী ‘শি ইন্সপায়ারস্ আস’ অভিযানের অঙ্গ হিসাবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের উৎসর্গ করার পর জল নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে কল্পনা রমেশ তাঁর দৃষ্টিভঙ্গী সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
কল্পনা রমেশ জলসম্পদের সংরক্ষণ ও সদ্ব্যবহারের ক্ষেত্রে জোরালো সওয়াল করেছেন। তিনি শিশুদের ভবিষ্যৎ রক্ষার জন্য জলসম্পদের নিরাপত্তা ও সংরক্ষণে কাজ করে চলেছে। তাঁর বিশ্বাস, ছোট ছোট পদক্ষেপগুলি জলসম্পদ সংরক্ষণে বড় প্রভাব ফেলতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, জল উত্তরাধিকার সূত্রে পাওয়া এক মূল্যবান সম্পদ। আসুন, আমরা যেন পরবর্তী প্রজন্মকে জল থেকে বঞ্চিত না করি। জলের সুদক্ষ পরিচালন, বৃষ্টির জল সংরক্ষণ, হ্রদগুলির সুরক্ষা, ব্যবহৃত জলের পুনর্ব্যবহার এবং সচেতনতা গড়ে তোলার মধ্য দিয়ে আমরা জলসম্পদ সংরক্ষণের অবদান রাখি।
কল্পনা বলেন, তিনি কখনও ভাবেননি যে, হ্রদে পাখিদের ফিরিয়ে আনতে পারবেন এবং প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্টে নিজের দৃষ্টিভঙ্গী সকলের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তিনি বলেন, দৃঢ় অঙ্গীকার নিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় এবং আমরা কিভাবে জলসম্পদের ব্যবহার করছি, সে ব্যাপারে সমবেত প্রয়াস গ্রহণের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা যেতে পারে। আসুন, আমরা সমস্যা সমাধানকারী হয়ে উঠি।
Be a warrior but of a different kind!
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Be a water warrior.
Have you ever thought about water scarcity? Each one of us can collectively act to create a water secure future for our children
Here is how I am doing my bit. @kalpana_designs pic.twitter.com/wgQLqmdEEC