বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা-র আমন্ত্রণে আগামী ১৬ই মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারি সফরে লুম্বিনী যাবেন। ২০১৪ থেকে এটি প্রধানমন্ত্রীর পঞ্চম নেপাল সফর।
লুম্বিনীতে প্রধানমন্ত্রী পবিত্র মায়াদেবী মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। সেখানে তিনি লুম্বিনী ডেভলপমেন্ট স্ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন। এছাড়াও তিনি লুম্বিনী বুদ্ধ মঠের অভ্যন্তরে নতুন দিল্লির আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনের একটি জমিতে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি কেন্দ্রের নির্মাণ কাজের শিলান্যাস করবেন। দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদীর এই সফর, প্রতিবেশীরাই প্রথম নীতির আদর্শ অনুসরণ করে ভারত ও নেপালের মধ্যে নিয়মিতভাবে উচ্চ পর্যায়ে পারস্পরিক আদানপ্রদানের ঐতিহ্যকে অব্যাহত রাখবে। এই সফর থেকে দুই দেশের মানুষের মধ্যে অভিন্ন সভ্যতাগত পরম্পরাগুলি প্রতিফলিত হয়।