প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল অর্থাৎ ৯ জুন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি সহ ভারত মহাসাগর অঞ্চলের অন্যান্য দেশকে।
ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মিঃ রনিল বিক্রমসিংঘে; মালদ্বীপের প্রেসিডেন্ট ডঃ মহম্মদ মুইজু; সেসিলির ভাইস প্রেসিডেন্ট মিঃ আহমেদ আফিফ; বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা; মরিশাসের প্রধানমন্ত্রী মিঃ প্রবীণ কুমার জগন্নাথ; নেপালের প্রধানমন্ত্রী মিঃ পুষ্প কমল দহল 'প্রচন্ড'; এবং ভূটানের প্রধানমন্ত্রী মিঃ শেরিং টোবগে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর আগত মাননীয় নেতৃবৃন্দ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রোপদী মুর্মু আয়োজিত এক ভোজসভাতেও যোগ দেবেন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, এই নিয়ে উপর্যুপরি তিনবার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করছেন শ্রী নরেন্দ্র মোদী।