প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা ম্যারিনের মধ্যে ১৬ই মার্চ ভারচ্যুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলার উপর ভিত্তি করে ভারত ও ফিনল্যান্ড উষ্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি , গবেষণা ও উন্নয়ণের মত ক্ষেত্রে দুটি দেশ নিবিড় সহযোগিতা বজায় রেখে চলে। সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে উভয় পক্ষ কৃত্রিম মেধা ব্যবহার করে যৌথভাবে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছে। টেলিযোগাযোগ, লিফট, যন্ত্রাংশ, পূণর্নবীকরণযোগ্য শক্তি সহ বিদ্যুৎ ক্ষেত্রে ভারতে প্রায় ১০০টি ফিনিশ সংস্থা সক্রিয়। অন্যদিকে তথ্য প্রযুক্তি, গাড়ির যন্ত্রাংশ, আতিথ্যের মত বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৩০টি ভারতীয় সংস্থা ফিনল্যান্ডে সক্রিয় আছে ।
সম্মেলনে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও মতবিনিময় করবেন। ভারত-ফিনল্যান্ড অংশীদারিত্বকে ভবিষ্যতেআরো সম্প্রসারিত করা ও এই সম্পর্কে বৈচিত্র নিয়ে আসার জন্য ভারচ্যুয়াল সম্মেলনে পরিকল্পনা করা হবে।