১) ভারত, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মিঃ মেট্টে ফ্রেডেরিকসেনের মধ্যে ভার্চ্যুয়ালি দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন ২৮শে সেপ্টেম্বর আয়োজন করবে।
২) ভারত ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দৃঢ় হয়েছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক যোগাযোগ, অভিন্ন গণতান্ত্রিক রীতি-নীতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে শান্তি ও স্থিতাবস্থার ক্ষেত্রে উভয় রাষ্ট্রের দৃষ্টিভঙ্গী এক।
৩) ভারত ও ডেনমার্কের মধ্যে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩০.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল ২৮২ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৬৮ কোটি মার্কিন ডলার। জাহাজ চলাচল, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, পরিবেশ, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, স্মার্ট আর্বান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে ডেনমার্কের ২০০টি সংস্থা ভারতে বিনিয়োগ করেছে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় বড় বড় ড্যানিশ কোম্পানিগুলি ভারতে নতুন নতুন উৎপাদন শিল্পের কারখানা গড়ে তুলছে। ডেনমার্কে ২৫টি ভারতীয় কোম্পানি তথ্য প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বলানি ও ইঞ্জিনিয়ারিং শিল্পে কাজ করছে।
৪) এই সম্মেলনে বৌদ্ধিক সম্পত্তিতে সহযোগিতার বিষয়ে ভারত ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। অপর একটি উল্লেখযোগ্য বিষয় হল ডেনমার্ক আন্তর্জাতিক সৌর জোটে অংশগ্রহণ করবে।
৫) দুই দেশের মধ্যে বর্তমান সময়ের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উভয় নেতা এই ভার্চ্যুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে সর্বাঙ্গীণ পর্যালোচনা করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীদারিত্ব আরও মজবুত ও দৃঢ় করার লক্ষ্যে একটি বৃহৎ রাজনৈতিক দিশা এই সম্মেলনে প্রত্যক্ষ হবে।