প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২-এর ১১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। দুই নেতা চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবেন এবং দক্ষিণ এশিয়া, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। দুই বিশ্ব নেতার ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি দুপক্ষের মধ্যে যোগাযোগ আরও নিয়মিত করবে।
দুই রাষ্ট্রনেতার মধ্যে মতবিনিময়ের সময় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন। বর্তমানে ভারতের এই দুই মন্ত্রী ভারত - মার্কিন ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসি-তে রয়েছেন। সেদেশের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং বিদেশ সচিব অ্যান্টনি বিলকেন এই মতবিনিময়ের সময় উপস্থিত থাকবেন।