নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক মহামান্য শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম ১৪ ফেব্রুয়ারি ২০২৪ দুবাইয়ের জেবেল আলি ফ্রি ট্রেড জোনে ভারত মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন৷
জেবেল আলি বন্দরের কৌশলগত অবস্থান এবং রসদকে কাজে লাগিয়ে ভারত মার্ট ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে উভয় নেতা দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন৷ প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয়, পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং ইউরেশিয়ার আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য একটি কার্যকর মঞ্চ প্রদানের মাধ্যমে ভারতের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রের রপ্তানি প্রচারে ভারত মার্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সম্ভাবনা রয়েছে।