উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যে ৬টার সময় সংসদ ভবনের মেইন কমিটি রুমে যৌথভাবে সংসদ টিভির উদ্বোধন করবেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংসদ টিভি
এ বছরের ফেব্রুয়ারিতে লোকসভা টিভি ও রাজ্যসভা টিভিকে যুক্ত করে সংসদ টিভির পরিকল্পনা করা হয়।মার্চ মাসে সংসদ টিভি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিয়োগ করা হয়।
সংসদ টিভি থেকে চার ধরণের অনুষ্ঠান সম্প্রচার করা হবে – সংসদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কাজকর্ম, প্রশাসন ও বিভিন্ন প্রকল্প/নীতির বাস্তবায়ন, ভারতের ইতিহাস ও সংস্কৃতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ।