প্রধানমন্ত্রী মোদীর ট্যুইটার অ্যাকাউন্টের টাইমলাইনে বীণা দেবী তাঁর অভিনব মাশরুম চাষের পদ্ধতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। এই মাশরুম চাষ না কেবল তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে, সেই সঙ্গে, তাঁর আদর্শকেও আরও শাক্তিশালী করেছে।
বিহারের মুঙ্গেরের বীণা দেবী ট্যুইটে লিখেছেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছাশক্তি দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব।
বীণা দেবী তাঁর বিছানার নীচে মাশরুম চাষ শুরু করেন। তিনি বলেছেন, আজ মহিলারা কোনও কিছু থেকেই পিছিয়ে নেই। মহিলাদের ইচ্ছাশক্তি যদি স্থির সংকল্পবদ্ধ হয়, তা হলে তাঁরা বাড়ি থেকেই অগ্রগতির যাত্রা শুরু করতে পারেন। এই মাশরুম চাষের জন্য আমি সম্মান অর্জন করেছি। আমি পঞ্চায়েত প্রধান হয়েছি। এটা খুব আনন্দের বিষয় যে, এখন আমার মতো বহু মহিলা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা পাচ্ছেন।
বীণা দেবী আরও বলেছেন, আজ মুঙ্গেরের মহিলারা সারা দেশের কাছে উদাহরণ-স্বরূপ হয়ে উঠেছেন। বাড়িতে মাশরুম চাষ থেকে শুরু করে তা স্থানীয় বাজারে বিক্রি করা পর্যন্ত সমগ্র কাজ তাঁরা নিজেরাই করছেন। প্রত্যেকের কাছে বীণা দেবী অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
जहां चाह वहां राह… इच्छाशक्ति से सब कुछ हासिल किया जा सकता है।
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
मेरी वास्तविक पहचान पलंग के नीचे एक किलो मशरूम की खेती से शुरू हुई थी।
लेकिन इस खेती ने मुझे न केवल आत्मनिर्भर बनाया, बल्कि मेरे आत्मविश्वास को बढ़ाकर एक नया जीवन दिया।
वीणा देवी, मुंगेर #SheInspiresUs pic.twitter.com/MkfyZ8mnZp