প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ মার্কিন কংগ্রেসের সেনেটে সংখ্যা গরিষ্ঠ নেতা চার্লস সুমারের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এই প্রতিনিধি দলে ছিলেন সেনেটার রন উইডেন, সেনেটার জ্যাক গ্রিড, সেনেটার মারিয়া ক্যান্টওয়েল, সেনেটার অ্যামি ক্লোবুচার, সেনেটার মার্ক ওয়ারনার, সেনেটার গ্যারি পিটার্স, সেনেটার ক্যাথেরিন কোর্টেজ মাস্টো এবং সেনেটার পিটার ওয়েল্চ।
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়ে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে মার্কিন কংগ্রেসের সহযোগিতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে তাঁর টেলিফোনে আলাপচারিতা এবং ভারত-আমেরিকার সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে দুই নেতার দৃষ্টিভঙ্গীর কথাও স্মরণ করেন।
প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রতিনিধি দলটি গণতান্ত্রিক মূল্যবোধ, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতা, মানুষে মানুষে যোগাযোগ এবং আমেরিকায় উৎসাহী ভারতীয় সম্প্রদায়কে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।
ভারত-মার্কিন সহযোগিতা আরও মজবুত করার নতুন পন্থা-পদ্ধতি নিয়ে আমেরিকার প্রতিনিধি দলটির সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বিশেষ প্রযুক্তি, স্বচ্ছ জ্বালানী পরিবহণ, যৌথ উন্নয়ন ও উৎপাদনের মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Wonderful to interact with US Congressional delegation led by Senate Majority Leader @SenSchumer. Appreciate the strong bipartisan support from the US Congress for deepening India-US ties anchored in shared democratic values and strong people-to-people ties. pic.twitter.com/Xy3vL6JeyF
— Narendra Modi (@narendramodi) February 20, 2023