প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। সারা দেশের হাজার হাজার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীরা এতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
টেরাকোটা সিল্কের ব্যবসার সঙ্গে যুক্ত উত্তর প্রদেশের গোরক্ষপুরের শ্রী লক্ষ্মী প্রজাপতি প্রধানমন্ত্রীকে লক্ষ্মী স্বনির্ভর গোষ্ঠী গঠনের বিষয়ে জানান। এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা ১২ এবং বার্ষিক আয় প্রায় ১ কোটি টাকা। ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে - শ্রী প্রজাপতি এই রাজ্যে প্রকল্পটি রূপায়ণের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রত্যেক কারিগরই যন্ত্রপাতি, বিদ্যুতের সুবিধা এবং মাটি প্রস্তুতের সুযোগ পেয়েছেন বিনামূল্যে।
পূর্ববর্তী সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে তুলনা করে শ্রী প্রজাপতি বলেন, শৌচাগার ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পগুলি বিশেষ সুবিধা প্রদান করেছে। এই প্রকল্প সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন ও সরকারি আধিকারিকদের প্রচারের কথাও উল্লেখ করেন তিনি। শ্রী প্রজাপতি বলেন, গ্রামে গ্রামে মোদীর গ্যারান্টির গাড়ির পেছনেই বহু মানুষ ছুটেছেন তা নয়, প্রধানমন্ত্রীর ভাষণ শুনতেও বহু মানুষ সমবেত হয়েছেন।
শ্রী প্রজাপতি বলেন, তাঁর টেরাকোটা সিল্কের তৈরি পণ্য বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ সহ প্রায় প্রতিটি শহরেই বিক্রি হয়।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার চিন্তাভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য এটি বিশেষ পরিবর্তন সৃষ্টি করা প্রকল্প। এর মাধ্যমে কারিগররা আধুনিক যন্ত্রাংশ পাচ্ছেন। তিনি শ্রী প্রজাপতিকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে তাঁর এলাকায় প্রচার চালাতে বলেন। প্রধানমন্ত্রী ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গীর উপর বিশেষ জোর দেন। এই প্রকল্পগুলিকে সফল করতে জনগণ যেভাবে অংশ নিচ্ছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী।