হাউসের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল-এর নেতৃত্বে মার্কিন কংগ্রেসের ৭ সদস্যের প্রতিনিধিদল আজ দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই প্রতিনিধিদলে ছিলেন হাউসের প্রাক্তন স্পিকার ন্যানসি পেলোসি, গ্রেগরি মিক্স, মারিয়ানেত মিলার-মিক্স, নিকোলে মিলিওতাকিস, আমেরিশ বাবুলাল ‘অ্যানি বেরা’ এবং জিম ম্যাকগভার্ন।
প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান, ঐতিহাসিক তৃতীয় বার নির্বাচিত হওয়ার জন্য।
ভারতে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার বিশালতা, পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার গভীর প্রশংসা করেন তাঁরা। ভারত-মার্কিন সম্পর্ককে অত্যন্ত ফলপ্রদ বলে বর্ণনা করে এবং বাণিজ্য, নতুন ও আধুনিকতম প্রযুক্তি, প্রতিরক্ষা, মানুষে মানুষে সম্পর্ক সহ সর্বক্ষেত্রে সার্বিক কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য জোরালো সমর্থনের কথা জানায় প্রতিনিধিদলটি।
প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের প্রতি শ্রদ্ধা এবং মানুষে মানুষে গভীর সম্পর্কের ওপর নির্ভরশীল ভারত-মার্কিন মৈত্রীকে এগিয়ে নিয়ে যেতে মার্কিন কংগ্রেসের নিরবচ্ছিন্ন সমর্থনের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিশ্বের কল্যাণে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরালো করার দায়বদ্ধতা পুনরায় প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী গত বছর জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর সরকারি সফরের কথা উল্লেখ করেন যেখানে ঐতিহাসিক দ্বিতীয় বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন।