প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৩১ অক্টোবর কেভাডিয়া সফর করবেন। তাঁর সফরকালে বনসকান্থা জেলার অম্বাজী শহরে আদিবাসী শিশুদের একটি গানের ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর।
এই ব্যান্ডটির প্রধানমন্ত্রীর সামনে এটিই প্রথম অনুষ্ঠান উপস্থাপনা নয়, এর আগে ৩০ সেপ্টেম্বর তারিখে অম্বাজী সফরকালেও তারা শ্রী মোদীকে স্বাগত জানায়। সেদিন প্রধানমন্ত্রী ৭ হাজার ২০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
শ্রী মোদী এই ব্যান্ডের উপস্থাপনার প্রশংসার পাশাপাশি, সদস্যদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় যোগ দেন। তাদের উৎসাহিত করতে তিনি একটি গ্রুপ ছবিও তোলেন।
আদিবাসী শিশুদের ব্যতিক্রমী সঙ্গীত প্রতিভার কারণেই আজ তাদের গান প্রশংসিত হচ্ছে। এক সময় এরা তাদের জীবনধারনের জন্য নিদারুন সংগ্রাম করত। এইসব শিশুরা অম্বাজী মন্দিরে দর্শনার্থীদের কাছে ভিক্ষা চাইত। স্থানীয় একটি অসরকারি সংগঠন শ্রী শক্তি সেবা কেন্দ্র এ ধরনের শিশুদের কল্যাণে কাজ শুরু করে। এদের লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়। এর পাশাপাশি, আদিবাসী শিশুদের কোন কোন ক্ষেত্রে দক্ষতা আছে, তা শনাক্ত করা হয়। যেসব শিশুরা গান ভালোবাসে, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রীর এই ব্যান্ডের গান খুবই ভালো লাগে। তিনি রাষ্ট্রীয় একতা দিবসে কেভাডিয়ায় তারা অনুষ্ঠানে সুযোগ পায়, সেটি নিশ্চিত করেন।
শ্রী মোদী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৭তম জন্মবার্ষিকীতে কেভাডিয়ায় গিয়ে তাঁকে শ্রদ্ধা জানাবেন। ঐ দিন তিনি একতা দিবস কুচকাওয়াজে যোগ দেবেন এবং লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমী অফ অ্যাডমিনিস্ট্রেশনে যেসব সিভিল সার্ভিস আধিকারিকরা ফাউন্ডেশন কোর্সে অংশগ্রহণ করেছেন, সেইসব আধিকারিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।