১৫ জুলাই থেকে পরের ৭৫ দিন ১৮ বছরের বেশি বয়সীদের সব সরকারি টিকাকরণ কেন্দ্রে বিনামূল্যে কোভিড-১৯’এর প্রিকোশন ডোজ দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে আরও বেশি সংখ্যক মানুষ টিকা পাবেন ও সুস্থ দেশ গড়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
#আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ফের ট্যুইট করেন :
“কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ হচ্ছে কার্যকর পদক্ষেপ। আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তে দেশে আরও বেশি সংখ্যক মানুষের টিকাকরণ হবে ও সুস্থ ভারত গড়ে উঠবে।”
Vaccination is an effective means to fight COVID-19. Today’s Cabinet decision will further India’s vaccination coverage and create a healthier nation. https://t.co/LolQyWjK90
— Narendra Modi (@narendramodi) July 13, 2022