প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শ্রী লি সিয়েন লুং-এর একটি ট্যুইটের প্রত্যুত্তর দিয়েছেন। শ্রী লুং জানিয়েছেন যে এএনকে, কেবুন বারু এবং ওয়াইসিকে-র বাসিন্দাদের সঙ্গে তিনি দেরিতে হলেও পোঙ্গল উদযাপন করেছেন।
ঐ ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন :
“জেনে খুব ভালো লাগল। বিশ্বজুড়ে প্রাণবন্ত তামিল সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়।”
This is gladdening to see. The vibrant Tamil culture is popular globally. https://t.co/81WsjM5KFS
— Narendra Modi (@narendramodi) February 13, 2023