ঝাড়খন্ডের রাঁচিতে ৯ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে ২১টি জাতীয় সড়ক প্রকল্পে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সড়ক যোগাযোগ মন্ত্রী শ্রী নীতীন গড়করিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাংসদ শ্রী সঞ্জয় শেঠ।
সাংসদ শ্রী সঞ্জয় শেঠের এই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“রাজ্যগুলির উন্নয়নের ওপরেই নির্ভর করে দেশের উন্নয়ন। এই জাতীয় প্রকল্পগুলি ঝাড়খন্ড সহ সমগ্র দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে।”
राज्यों के विकास में ही देश का विकास निहित है। इन राष्ट्रीय परियोजनाओं से झारखंड सहित पूरे देश की प्रगति को नई गति मिलेगी। https://t.co/mCpQ5B5wxy
— Narendra Modi (@narendramodi) March 25, 2023