Quote“The coming together of more than 180 countries on India's call is historic and unprecedented”
Quote“What unites us, is Yoga”
Quote“Yoga creates a healthy and powerful society where the collective energy is much more”
Quote“India's culture and social structure, its spirituality and ideals, and its philosophy and vision have always nurtured traditions that unite, adopt and embrace”
Quote“Yoga connects us with that consciousness which makes us feel the unity of the living being”
Quote“Through Yoga, we know the selfless action, we decide the journey from Karma to Karmayoga”
Quote“Our physical strength, our mental expansion will become the basis of a developed India”

নমস্কার,
আমার সমস্ত দেশবাসীকে 'আন্তর্জাতিক যোগ দিবস' উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছর যোগ দিবস উপলক্ষ্যে আমি আপনাদের সকলের মাঝে কোন না কোন অনুষ্ঠানে উপস্থিত থাকি। বিশেষ করে আপনাদের সবার সঙ্গে যোগব্যায়াম করার আনন্দটাও স্মরণীয় হয়ে ওঠে। কিন্তু এবার বিভিন্ন দায়িত্বের কারণে আমি বর্তমানে আমেরিকায় আছি। সেজন্য আমি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে যুক্ত হচ্ছি।
বন্ধুগ্ণ,
আমি আপনাদের এটাও বলে রাখি যে আমি আপনাদের মধ্যে থেকে যোগব্যায়াম করতে না পারলেও, আমি যোগাভ্যাস করার কর্মসূচি থেকে পালাচ্ছি না। সেজন্য আমি আজ সন্ধ্যায় ভারতীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ রাষ্ট্রসংঘের সদর দফতরে আয়োজিত একটি যোগাভ্যাস অনুষ্ঠানে যোগ দেব। এখানে ভারতের আহ্বানে ১৮০টিরও বেশি দেশের প্রতিনিধিদের একত্রিত হওয়া একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন ঘটনা। আপনাদের সবার মনে থাকবে, ২০১৪ সালে যখন রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে যোগ দিবস পালনের প্রস্তাব পেশ করা হয়েছিল, তখন রেকর্ড সংখ্যক দেশ একে সমর্থন করেছিল। তখন থেকে আজ পর্যন্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালনের মাধ্যমে  যোগ একটি বিশ্বব্যাপী আন্দোলন, একটি বিশ্ব চেতনায় পরিণত হয়েছে।
বন্ধুগ্ণ,
এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানগুলিকে 'ওশান রিং অফ যোগ' আরও বিশেষ করে তুলেছে। 'ওশান রিং অফ যোগ'-এর এই ধারণাটি যোগের ধারণা এবং সমুদ্রের বিস্তৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেনা কর্মীরা আমাদের জলাশয়গুলির মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে একটি 'যোগ ভারতমালা এবং যোগ সাগরমালা' কর্মসূচি গড়ে তুলেছে। একইভাবে, আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত ভারতের দুটি গবেষণা কেন্দ্র অর্থাৎ পৃথিবীর দুটি মেরুকেও যোগের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এমন স্বতঃস্ফূর্তভাবে যোগের এই অনন্য উদযাপনে দেশ ও বিশ্বের কোটি কোটি মানুষের অংশগ্রহণ যোগের প্রচার, প্রসার ও খ্যাতির গুরুত্বকে তুলে ধরছে।
ভাই ও বোনেরা,
আমাদের ঋষিরা যোগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন- 'যুজ্যতে এতদ ইতি যোগঃ'। অর্থাৎ যা যুক্ত করে তাই হল যোগ। অতএব, যোগব্যায়ামের এই প্রসার সেই দর্শনেরই একটি সম্প্রসারণ যে সমগ্র বিশ্ব একটি পরিবার রূপে সমাহিত। যোগের প্রসার মানে 'বসুধৈব কুটুম্বকম'-এর চেতনার বিস্তৃতি! তাই, এই বছর ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে চলা G-20 শীর্ষ সম্মেলনের মূল ভাবনাও 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' রাখা হয়েছে৷ আর আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ 'বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ' মূল ভাবনা নিয়ে একসঙ্গে যোগব্যায়াম করছেন।
বন্ধুগণ ,
আমাদের যোগ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে – ব্যায়ামত লভতে স্বাস্থ্যম, দীর্ঘ আয়ুষ্যম বলম্ সুখম! অর্থাৎ যোগব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে আমরা স্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং শক্তি পাই। আমরা যারা বছরের পর বছর ধরে নিয়মিত যোগব্যায়ামে জড়িত আছি তারা যোগের শক্তি অনুভব করেছি। আমরা সকলেই জানি যে ব্যক্তিগত স্তরে ভাল স্বাস্থ্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা আরও দেখেছি যে যখন আমরা স্বাস্থ্যের ঝুঁকি থেকে নিরাপদ থাকি তখন আমাদের পরিবার অনেক সমস্যা থেকে মুক্ত থাকে। যোগ এমন একটি সুস্থ ও শক্তিশালী সমাজ তৈরি করে, যার সম্মিলিত প্রাণশক্তি বহুগুণ বেশি। বিগত বছরগুলিতে, স্বচ্ছ ভারতের মতো সংকল্প থেকে শুরু করে স্টার্টআপ ইন্ডিয়ার মতো প্রচারাভিযান, স্বনির্ভর ভারত গড়ার অভিযান থেকে সাংস্কৃতিক ভারতের পুনর্গঠন পর্যন্ত যে সব উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে দেশ এবং দেশের যুবকদের এই প্রাণশক্তি অনেক অবদান রেখেছে। আজ দেশের মন পরিবর্তন হয়েছে, তাই বদলে গেছে জনগণ ও তাঁদের জীবনধারা।
বন্ধুগ্ণ,
ভারতের সংস্কৃতি হোক বা সামাজিক কাঠামো, ভারতের আধ্যাত্মিকতা হোক কিম্বা আদর্শ, ভারতের দর্শন হোক কিম্বা দৃষ্টিকোণ, আমরা সবসময় এমন ঐতিহ্যকে লালন করেছি যা সবাইকে একসঙ্গে জোড়ে, একত্রিত করে, গ্রহণ করে এবং আলিঙ্গন করে। আমরা সর্বদাই নতুন  নতুন ধারণাকে স্বাগত জানিয়েছি, সেগুলির পৃষ্ঠপোষকতা করেছি। আমরা বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছি, সেগুলোকে উদযাপন করেছি। যোগব্যায়াম এই ধরনের প্রতিটি অনুভূতিকে শক্তিশালী করে তোলে, প্রবল থেকে প্রবলতর করে তোলে। যোগব্যায়াম আমাদের অভ্যন্তরীণ দৃষ্টিকে প্রসারিত করে। যোগ আমাদের সেই চেতনার সঙ্গে যুক্ত করে, যা আমাদের প্রত্যেক জীবের সঙ্গে একাত্মতা অনুভব করায়, যা আমাদের প্রত্যেক জীবের প্রতি ভালবাসার ভিত্তি রচনা করে। তাই যোগের মাধ্যমে আমাদের দ্বন্দ্ব ও অন্তর্বিরোধ দূর করতে হবে। যোগের মাধ্যমে আমাদের সমস্ত বাধা ও প্রতিকূলতা দূর করতে হবে। আমাদের 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর চেতনাকে বিশ্বের সামনে উদাহরণ রূপে উপস্থাপন করতে হবে।
ভাই ও বোনেরা,
যোগকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে- 'যোগ: কর্মসু কৌশলম'। অর্থাৎ কর্মে দক্ষতাই হল প্রকৃত যোগ। ভারতের স্বাধীনতার অমৃতকালে এই মন্ত্রটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের কর্তব্যে নিবেদিত হই, তখনই আমরা নিজেদের যোগের পরিপূর্ণতায় পৌঁছাই। যোগের মাধ্যমে আমরা নিঃস্বার্থ কর্মকে জানি, আমরা কর্ম থেকে কর্মযোগের যাত্রাকে নির্ধারণ করি। আমার দৃঢ় বিশ্বাস, যোগব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যেরও উন্নতি করব এবং এই সংকল্পগুলিকেও আত্মস্থ করব। আমাদের শারীরিক শক্তি, আমাদের মানসিক বিস্তার, আমাদের চেতনা শক্তি, আমাদের মিলিত প্রাণশক্তি একটি উন্নত ভারতের ভিত্তি হয়ে উঠবে। এই সংকল্প নিয়ে, আবারও আপনাদের সকলকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে অনেক  অনেক শুভেচ্ছা জানাই!

ধন্যবাদ।

  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 12, 2024

    🙏🏻🙏🏻🙏🏻✌️
  • ज्योती चंद्रकांत मारकडे February 11, 2024

    जय हो
  • ज्योती चंद्रकांत मारकडे February 11, 2024

    जय हो
  • parikshit bhatt July 02, 2023

    🙏
  • વીભાભાઈ ડવ June 28, 2023

    Jay hind jay Bharat
  • Amit Jha June 26, 2023

    🙏🏼#NarendraModithearchitectofNewIndia
Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে
July 09, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে একাধিক দেশ। এই স্বীকৃতিগুলি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা বিশ্ব মঞ্চে ভারতের উত্থানকে মজবুত করেছে। এটি বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ককেও প্রতিফলিত করে।

 আসুন, গত সাত বছরে প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা পুরস্কারগুলি দেখে নেওয়া যাক।

দেশের প্রদান করা পুরস্কারগুলি:

১. ২০১৬ সালের এপ্রিলে সৌদি আরব সফরকালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান - কিং আব্দুল আজিজ সাশ-এ ভূষিত করা হয়েছে। প্রিন্স সালমান বিন আবদুল আজিজ প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করেন।

|

২. একই বছর, প্রধানমন্ত্রী মোদীকে আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান - আমির আমানউল্লাহ খান পুরস্কার প্রদান করা হয়েছিল।

|

৩. ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফিলিস্তিনে ঐতিহাসিক সফর করেন, তখন তাঁকে গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন পুরস্কার প্রদান করা দেওয়া হয়। এটি বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।

|

৪. ২০১৯ সালে প্রধানমন্ত্রীকে অর্ডার অব জায়েদ পুরস্কারে ভূষিত করা হয়। এটি সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মাননা।

|

৫. ২০১৯ সালে রাশিয়া প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে - অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু। 

৬. ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মালদ্বীপের সর্বোচ্চ সম্মান - অর্ডার অফ দ্য ডিসটিনগুইশড রুল অফ নিশান ইজ্জুদ্দিন প্রদান করা হয়েছে।

|

৭. ২০১৯ সালে বাহরিন সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদীকে কিং হামাদ অর্ডার অব দ্য রেনিয়াস্য়ান্স সম্মানে ভূষিত করা হয়।

|

৮. ২০২০ সালে মার্কিন সরকার প্রধানমন্ত্রী মোদীকে লিজিয়ন অব মেরিট সম্মানে ভূষিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর দেওয়া পুরস্কার যা ব্যতিক্রমী মেধাবী আচরণের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

৯. ২০২১ সালের ডিসেম্বরে ভুটান প্রধানমন্ত্রী মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান - অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত করেছে।

সর্বোচ্চ অসামরিক সম্মান ছাড়াও, বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ সংস্থাগুলি প্রধানমন্ত্রী মোদীকে বেশ কয়েকটি পুরস্কার প্রদান করেছে।

১. সিওল শান্তি পুরস্কার: মানবজাতির সম্প্রীতি, জাতি এবং বিশ্বের মধ্যে পুনর্মিলন বিষয়ে সিউল পিস প্রাইজ কালচারাল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারে ভূষিত করে হয়েছিল।

|

২. রাষ্ট্রসঙ্ঘের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড: এটি রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান। পরিবেশ রক্ষার স্বার্থে সাহসী ভূমিকার জন্য ২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘ প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারে ভূষিত করেছে।

|

৩. ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করেছে। প্রতি বছর রাষ্ট্রের একজন নেতাকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের শংসাপত্রে বলা হয়েছে, দেশকে অসাধারণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হল।

|

৪. ২০১৯ সালে বিল ও মিলিন্ডা গেটস্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি-স্বরূপ ‘গ্লোবাল গোলকিপার’ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কার সেইসব ভারতীয়কে উৎসর্গ করেন, যাঁরা স্বচ্ছ ভারত অভিযানকে গণআন্দোলনের রূপ দিয়েছেন এবং এই অভিযানকে নিজেদের জীবনের অঙ্গ করে তুলেছেন।

|

৫. ২০২১ সালে কেমব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস বা সিইআরএ প্রধানমন্ত্রী মোদীকে আন্তর্জাতিক শক্তি ও পরিবেশ নেতৃত্ব পুরস্কার প্রদান করেছে। আন্তর্জাতিক স্তরে শক্তি ও পরিবেশের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণে নেতৃত্বের অঙ্গীকারকে স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়।.