QuoteThe amazing talent of my young friends filled me with new energy: PM

প্রধানমন্ত্রী: তুমি একজন শিল্পীও?
ছাত্র: স্যর, এটি আপনার কবিতা।
প্রধানমন্ত্রী: আহ্‌, তুমি আমার কবিতা পড়বে?
ছাত্র: 
"अपने मन में एक लक्ष्य लिए, मंज़िल अपनी प्रत्यक्ष लिए

हम तोड़ रहे हैं जंजीरें, हम बदल रहे हैं तकदीरें

ये नवयुग है, ये नव भारत, हम खुद लिखेंगे अपनी तकदीर

हम बदल रहे हैं तस्वीर, खुद लिखेंगे अपनी तकदीर

हम निकल पड़े हैं प्रण करके, तन-मन अपना अर्पण करके

जिद है, जिद है एक सूर्य उगाना है, अम्बर से ऊँचा जाना है

एक भारत नया बनाना है, अम्बर से ऊँचा जाना है, एक भारत नया बनाना है।"
ছাত্র: 
(মনে লক্ষ্য নিয়ে, গন্তব্যের প্রতি দৃষ্টি রেখে, 
আমরা শৃঙ্খল ভাঙছি, আমরা ভাগ্য বদলাচ্ছি।
এটি একটি নতুন যুগ, এটি হ’ল এক নতুন ভারত, আমরা আমাদের ভাগ্য নিজেরাই গড়ব।
আমরা ভাবমূর্তি বদলাচ্ছি, আমরা আমাদের ভাগ্য নিজেরাই গড়ব।
আমরা একটি অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছি, 
আমাদের দেহ ও মন পুরোপুরি উৎসর্গীকৃত।
আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি এক নতুন সূচনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

|

আমি আকাশের চেয়ে আরও উঁচুতে উঠব।
আমাদের এক নতুন ভারত গড়তে হবে,
আমরা অবশ্যই আকাশের চেয়েও উপরে উঠব,
আমাদের এক নতুন ভারত গড়তে হবে)।
প্রধানমন্ত্রী: ওহ্‌। 
প্রধানমন্ত্রী: তোমার নাম কী?
ছাত্র: (স্পষ্ট নয়)।
প্রধানমন্ত্রী: দারুণ! তুমি কি তোমার বাড়ি পেয়েছো? নতুন বাড়ির কাজকর্ম এগোচ্ছে – খুব ভালো!
ছাত্র: (স্পষ্ট নয়)। 
প্রধানমন্ত্রী: ওহ্‌, দারুণ।
প্রধানমন্ত্রী: ইউপিআই...
ছাত্র: হ্যাঁ, স্যর। আজ আপনার জন্য প্রতিটি বাড়িতে ইউপিআই রয়েছে।
প্রধানমন্ত্রী: তুমি কি এটা নিজে তৈরি করেছ?
ছাত্র: হ্যাঁ।
প্রধানমন্ত্রী: তোমার নাম কী?
ছাত্রী: অর্ণা চৌহান।

|

প্রধানমন্ত্রী: আচ্ছা।
ছাত্রী: আমিও আপনার জন্য একটি কবিতা আবৃত্তি করতে চাই। 
প্রধানমন্ত্রী: তুমি কবিতা শোনালে আমার ভালো লাগবে।
ছাত্রী: 
"नरेन्द्र मोदी एक नाम है, जो मीत का नई उड़ान है,
आप लगे हो देश को उड़ाने के लिए, हम भी आपके साथ हैं देश को बढ़ाने के लिए।"
(নরেন্দ্র মোদী একটি নাম, আমার বন্ধুর জন্য এক নতুন দিগন্ত।
যখন আপনি দেশকে তুলে ধরার চেষ্টা করেন, 
এর বিকাশে আমাদের অবদান রাখতে আমরা আপনার পাশে আছি)। 
প্রধানমন্ত্রী: খুব ভালো।
প্রধানমন্ত্রী: আপনি কি আপনার প্রশিক্ষণ শেষ করেছেন?
মেট্রো লোকো পাইলট: হ্যাঁ, স্যর।
প্রধানমন্ত্রী: আপনি কি ঠিকভাবে সামলাতে পারছেন?
মেট্রো লোকো পাইলট: হ্যাঁ, স্যর।
প্রধানমন্ত্রী: আপনি কি এই কাজে সন্তুষ্ট?
মেট্রো লোকো পাইলট: হ্যাঁ, স্যর। স্যর, আমরা ভারতের প্রথম (স্পষ্ট নয়)... আমরা এর জন্য অত্যন্ত গর্বিত। আমরা খুব আনন্দিত, স্যর।
প্রধানমন্ত্রী: আপনাদের সকলকে অবশ্যই প্রচুর মনঃসংযোগ করতে হবে! সম্ভবত, হাল্কা খোশ গল্প করারও সময় পাবেন না।
মেট্রো লোকো পাইলট: না, স্যর, আমরা এ ধরনের কোনও সময় পাই না.... (স্পষ্ট নয়) সেরকম কিছু ঘটে না। 
প্রধানমন্ত্রী: কিছুই ঘটে না?

|

মেট্রো লোকো পাইলট: হ্যাঁ স্যর।

প্রধানমন্ত্রী: ঠিক আছে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই।
মেট্রো লোকো পাইলট: আপনাকেও ধন্যবাদ স্যর।

|

মেট্রো লোকো পাইলট: আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা সকলে খুশি, স্যর। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Artificial intelligence & India: The Modi model of technology diffusion

Media Coverage

Artificial intelligence & India: The Modi model of technology diffusion
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 মার্চ 2025
March 22, 2025

Citizens Appreciate PM Modi’s Progressive Reforms Forging the Path Towards Viksit Bharat