QuoteThe School of Ultimate Leadership (SOUL) will shape leaders who excel nationally and globally: PM
QuoteToday, India is emerging as a global powerhouse: PM
QuoteLeaders must set trends: PM
QuoteIn future leadership, SOUL's objective should be to instill both the Steel and Spirit in every sector to build Viksit Bharat: PM
QuoteIndia needs leaders who can develop new institutions of global excellence: PM
QuoteThe bond forged by a shared purpose is stronger than blood: PM

মাননীয়,
ভুটানের প্রধানমন্ত্রী, আমার ভাই দাসো শেরিং তোবগে জি, SOUL বোর্ডের চেয়ারম্যান সুধীর মেহতা, হংসমুখ আধিয়া, শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিগণ, যাঁদের অনেকেই আমার সামনে বসে রয়েছেন এবং আমার তরুণ সহকর্মীবৃন্দ, যাঁদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে।

বন্ধুগণ, 

দেশ গড়ার কাজ শুরু হয় ব্যক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে। যদি কেউ সাফল্যের চূড়ায় উঠতে চায়, তবে তা শুরু করতে হবে মানুষের মধ্যে থেকেই। উন্নত ভারতের উন্নয়ন যাত্রায় স্কুল অফ আল্টিমেট লিডারশিপ বা SOUL প্রতিষ্ঠা একটি বড় পদক্ষেপ। এটি ভারতের সমাজ জীবনের আত্মা হয়ে উঠতে চলেছে এবং আমরা সকলেই এর সঙ্গে পরিচিত। এই বিষয়ের সঙ্গে যুক্ত সবাইকে আমি অভিনন্দন জানাই। 

বন্ধুগণ,

স্বামী বিবেকানন্দ বলেছিলেন, “আমাকে ১০০ জন কর্মশক্তিসম্পন্ন তরুণ-তরুণী দিন এবং আমি ভারতকে বদলে দেব।” স্বামী বিবেকানন্দ দাসত্ব থেকে ভারতকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, যদি তাঁর হাতে ১০০ জন নেতা থাকত, তিনি শুধুমাত্র ভারতকে স্বাধীন করতেন না, সেইসঙ্গে ভারতকে বিশ্বের এক নম্বর দেশ রূপে গড়ে তুলতেন। ১৪০ কোটি মানুষের এই দেশে আমাদের প্রতিটি ক্ষেত্রে সেরা নেতৃত্বের প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, এই প্রতিষ্ঠান থেকে এই ধরনের নেতারা তৈরি হবেন এবং তাঁরা রাজনীতিতে নতুন ভূমিকা পালন করবেন। 

 

|

বন্ধুগণ,

যখন একটি দেশ অগ্রগতির পথে এগোয়, তখন প্রাকৃতিক সম্পদের একটি ভূমিকা থাকে, বৃহত্তর ভূমিকা পালন করে থাকে মানবসম্পদ। একুশ শতকে আমাদের এমন সম্পদের প্রয়োজন, যা উদ্ভাবন ও দক্ষতাকে এগিয়ে নিয়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা আজ দক্ষতার গুরুত্ব উপলব্ধি করতে পারছি। তাই, নেতৃত্বের বিকাশে নতুন নতুন ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন। এই লক্ষ্যে আপনাদের প্রতিষ্ঠান SOUL-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা SOUL-কে বিশ্বের সেরা নেতা তৈরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। 

বন্ধুগণ,

ভারত আজ আন্তর্জাতিক শক্তির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। প্রতিটি ক্ষেত্রে এই গতিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বিশ্বমানের নেতা, আন্তর্জাতিক নেতৃত্বের প্রয়োজন। এ ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান শুধুমাত্র আমাদের পছন্দের বিষয় নয়, এটি আমাদের প্রয়োজনীয়তা। 

বন্ধুগণ,

একটি জিনিস আপনাদের প্রত্যেকের কাছে সর্বদা উপযোগী হয়ে দেখা দেবে। এমন একটা সময় আসবে, যখন নেতৃত্ব শুধুমাত্র ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যাঁদের উদ্ভাবনের ক্ষমতা রয়েছে, তাঁরা নেতৃত্বের ভূমিকা নেবেন। আমাদের এমন নেতা তৈরি করতে হবে যাঁরা নতুন পথ দেখাতে পারেন। আগামী দিনগুলিতে কূটনীতি থেকে প্রযুক্তি উদ্ভাবন, আমরা নতুন নেতৃত্ব গড়ে তুলব। আমাদের প্রশাসন এবং আমাদের নীতিকে বিশ্বমানের উপযোগী করে তুলতে হবে। 

 

|

বন্ধুগণ,

আমি আগেই বলেছি, আমরা যদি ভারতকে উন্নত করতে চাই, তাহলে প্রতিটি ক্ষেত্রে আমাদের দ্রুতগতিতে এগোতে হবে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে :
यत् यत् आचरति श्रेष्ठः, तत् तत् एव इतरः जनः।। 
এর অর্থ হল, সাধারণ মানুষ একজন মহান ব্যক্তির আচরণকেই অনুসরণ করে। তাই, এমন নেতৃত্বের প্রয়োজন যা ভারতের জাতীয় ভাবনাকে তুলে ধরবে এবং সেই অনুযায়ী কাজ করবে। আমাদের ইস্পাতের মতো দৃঢ় নেতৃত্ব তৈরি করতে হবে।

বন্ধুগণ,

ডিপ-টেক, মহাকাশ, জৈবপ্রযুক্তি, অচিরাচরিত শক্তির মতো ক্ষেত্রগুলিতে আমাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে। এছাড়া, ক্রীড়া, কৃষি, উৎপাদন এবং সামাজিক সেবার মতো ক্ষেত্রেও নেতৃত্ব তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের উৎকর্ষতা অর্জন করতে হবে। তাই, ভারতের এমন নেতার প্রয়োজন যাঁরা আন্তর্জাতিক উৎকর্ষতা অনুযায়ী নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবে। আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। ইতিহাসের সেই চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে। বিশ্বের বহু দেশে এ ধরনের নজির রয়েছে। 

বন্ধুগণ,

প্রতিষ্ঠান হিসেবে আপনাদের কোটি কোটি ভারতবাসীর সঙ্কল্প ও স্বপ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যখন আমরা অভিন্ন লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং একসঙ্গে কাজ করি, তখন বিস্ময়কর ফল পাওয়া যায়। যখন আপনার অভিন্ন লক্ষ্য বড় হবে, যখন আপনার উদ্দেশ্য বড় হবে, নেতৃত্বও গড়ে উঠবে, দলগত চেতনাও বৃদ্ধি পাবে এবং মানুষ লক্ষ্যের প্রতি নিজেদের উৎসর্গ করবে। 

বন্ধুগণ,

যখন আমরা একসঙ্গে অভিন্ন উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করি, তখন আমাদের মধ্যে এক ধরনের বন্ধন গড়ে ওঠে। আমাদের স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নেতার জন্ম দেয়নি, সেইসঙ্গে অন্যান্য ক্ষেত্রেও নেতা তৈরি করেছে। আজ আমাদেরও স্বাধীনতা আন্দোলনের সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। 

 

 

|

বন্ধুগণ,

সংস্কৃততে একটি সুন্দর বক্তব্য রয়েছে :
अमन्त्रं अक्षरं नास्ति, नास्ति मूलं अनौषधम्। अयोग्यः पुरुषो नास्ति, योजकाः तत्र दुर्लभः।।
এর অর্থ হল, এমন কোনো শব্দ নেই যার থেকে একটি মন্ত্র তৈরি হতে পারে না। এমন কোনো গাছপালা নেই যার থেকে ওষুধ তৈরি হতে পারে না। এমন কোনো ব্যক্তি নেই যে অদক্ষ। প্রত্যেকের একজন পরিকল্পনাকারীর প্রয়োজন যে কিনা তাঁকে সঠিক পথ দেখাতে পারে। এখানেও SOUL-এর ভূমিকা হবে একজন পরিকল্পনাকারীর মতো। আমি পড়েছি – যদি আপনি নিজেকে বিকশিত করেন, আপনি ব্যক্তিগত সাফল্য পেতে পারেন। আপনি যদি নেতাকে বিকশিত করতে পারেন, তবে আপনার সংস্থা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে। 

বন্ধুগণ,

দেশে আজ নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠছে। একুশ শতকে অর্থাৎ, গত এক দশকে জন্ম নেওয়া নতুন প্রজন্ম প্রকৃত অর্থে উন্নত ভারতের প্রথম প্রজন্ম হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস, এই অমৃত প্রজন্মে নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই নতুন প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আপনাদের সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাই। আজ ভুটানের রাজার জন্মদিন এবং এখানে এই অনুষ্ঠান হচ্ছে। এ ধরনের গুরুত্বপূর্ণ দিনে ভুটানের প্রধানমন্ত্রী এখানে এসেছেন এবং তাঁকে এখানে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভুটানের রাজা। আমি তাঁকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। 

 

|

বন্ধুগণ,

যদি আমার হাতে সময় থাকত, তবে এই দু’দিন আমি এখানে কাটিয়ে যেতাম কারণ, কিছুদিন আগে আমি বিকশিত ভারতের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, সেখানে আপনাদের মতো অনেকেই ছিলেন। আমি সেখানে প্রায় সারাদিন ছিলাম, প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করেছি, গল্প করেছি, অনেককিছু জেনেছি এবং আজ আমার সৌভাগ্য যে আমি সমস্ত নেতাকে সামনে বসে থাকতে দেখতে পাচ্ছি, যাঁরা তাঁদের জীবনে সাফল্যের নয়া উচ্চতায় পৌঁছেছেন। এটি হল আপনাদের কাছে একটি বড় সুযোগ, প্রত্যেকের সাথে সাক্ষাৎ ও কথা বলার এক বড় সুযোগ। আপনারা তাঁদের কাছ থেকে জানতে পারবেন এবং তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভ করবেন। তাঁরা আজ নিজ নিজ ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছেন। তরুণদের কাছে আমার অনেক প্রত্যাশা রয়েছে, তাঁদের নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আমি সবসময় এই অনুভূতি নিয়েই চলি। তরুণদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আপনাদের অনেক ধন্যবাদ।

 

 

|

প্রধানমন্ত্রীর মূল ভাষণটি ছিল হিন্দিতে

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar

Media Coverage

'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 মার্চ 2025
March 30, 2025

Citizens Appreciate Economic Surge: India Soars with PM Modi’s Leadership