QuoteDr. Singh's life teaches future generations how to rise above adversity and achieve great heights: PM
QuoteDr. Singh will always be remembered as a kind person, a learned economist, and a leader dedicated to reforms: PM
QuoteDr. Singh's distinguished parliamentary career was marked by his humility, gentleness, and intellect: PM
QuoteDr. Singh always rose above party politics, maintaining contact with individuals from all parties and being easily accessible to everyone: PM

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-জির প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত। তাঁর প্রয়াণ দেশের কাছে এক বড় ক্ষতি। দেশভাগের সময় ভারতে এসে অনেক কিছু হারিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন খুব সাধারণ ব্যাপার নয়। কিভাবে কঠিন অবস্থা এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে এক মহান উচ্চতায় পৌঁছনো যায়, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। 

তিনি একজন দয়ালু মানুষ, পণ্ডিত অর্থনীতিবিদ এবং সংস্কারের প্রতি উৎসর্গীকৃত একজন নেতা হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। অর্থনীতিবিদ হিসেবে তিনি ভারত সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন। কঠিন সময়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন শ্রী পি ভি নরসিমা রাও-জির সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি আর্থিক সঙ্কট থেকে দেশের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন এবং দেশকে এক নতুন অর্থনীতির পথে চালিত করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দেশের বিকাশ ও অগ্রগতিতে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। 

মানুষের প্রতি দায়বদ্ধতা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকা চিরকাল মনে রাখবেন দেশবাসী। ডঃ মনমোহন সিং-জির জীবন সততা ও সারল্যের প্রতীক। তিনি ছিলেন একজন অনন্যসাধারণ সাংসদ। আমার মনে পড়ছে, এ বছরের গোড়ার দিকে রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হয় এবং সাংসদ হিসেবে তাঁর ভূমিকা সকলের কাছে প্রেরণাদায়ক হয়ে থাকবে। সংসদের অধিবেশনের গুরুত্বপূর্ণ সময়ে তিনি হুইল চেয়ারে করে আসতেন এবং তাঁর দায়দায়িত্ব পালন করতেন। বিশ্বের অনেক নামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ এবং সরকারের অসংখ্য উচ্চপদে থাকা সত্ত্বেও তিনি কখনও মূল্যবোধের কথা ভোলেননি। রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে তিনি দলমতের ঊর্ধ্বে সব শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি কাজ করার সময় প্রায়ই বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে ডঃ মনমোহন সিং-জির সঙ্গে শলা-পরামর্শ করতাম। এমনকি, দিল্লিতে আসার পরও আমি প্রায়ই তাঁর সাথে সাক্ষাৎ করতাম এবং কথাবার্তা বলতাম। সম্প্রতি তাঁর জন্মদিনেও আমি তাঁর সঙ্গে কথা বলেছি।

এই কঠিন সময়ে আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। দেশের সমস্ত নাগরিকের হয়ে আমি ডঃ মনমোহন সিং-জির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt

Media Coverage

India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 1 মার্চ 2025
March 01, 2025

PM Modi's Efforts Accelerating India’s Growth and Recognition Globally