মহামান্য প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম জি, 

শ্রীমতী বীণা রামগুলাম জি, 

উপপ্রধানমন্ত্রী পল বেরেঙ্গার জি,

মরিশাসের সম্মানিত মন্ত্রীগণ,

বিশিষ্ট ভাই ও বোনেরা,

নমস্কার, আপনারা কেমন আছেন !

প্রথমেই আমি প্রধানমন্ত্রীর আবেগপূর্ণ ও প্রেরণাদায়ক চিন্তাভাবনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে এবং যে অসাধারণ আতিথেয়তা আমি পাচ্ছি, সেজন্য প্রধানমন্ত্রী, মরিশাস সরকার এবং এখানকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে মরিশাস সফর সব সময়েই একটি বিশেষ সফর। এটি কেবল এক কূটনৈতিক সফর নয়, বরং নিজের পরিবারের সঙ্গে দেখা করার এক সুযোগ। মরিশাসে পা দেওয়া মাত্রই আমি এটা অনুভব করছি। সর্বত্রই এক ধরনের আত্মীয়তার অনুভূতি রয়েছে। প্রোটোকলের কোনো বাধা নেই। মরিশাসের জাতীয় দিবসের প্রধান অতিথি হিসেবে আবারও আমন্ত্রণ পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয়। এই উপলক্ষ্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 

 

|

মাননীয় প্রধানমন্ত্রী,

মরিশাসের মানুষ আপনাকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। গত বছর ভারতের মানুষও আমাকে টানা তৃতীয়বার তাঁদের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। এই মেয়াদে আপনার মতো একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। ভারত-মরিশাসের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে রয়েছে। ভারত ও মরিশাসের অংশীদারিত্ব কেবল আমাদের ঐতিহাসিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ভিত্তি হল আমাদের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গী। আপনার নেতৃত্ব সর্বদাই আমাদের সম্পর্ককে দিশা নির্দেশ দিয়েছে, তাকে শক্তিশালী করেছে। এই নেতৃত্বই আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে সব ক্ষেত্রে তার প্রসার ঘটাচ্ছে। মরিশাসের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত ও মূল্যবান অংশীদার হতে পেরে ভারত গর্বিত। আমরা একযোগে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে কাজ করছি, যা মরিশাসের প্রতিটি কোনো অগ্রগতির অম্লান ছাপ রেখে যাচ্ছে। সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে আমাদের পারস্পরিক সহযোগিতার ফল, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই স্পষ্ট হয়ে উঠছে। যে কোনো চ্যালেঞ্জের সময়ে, তা সে প্রাকৃতিক বিপর্যয় অথবা কোভিড অতিমারী, যাই হোক না কেন, আমরা এক পরিবারের মতো একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র আজ এক সার্বিক অংশীদারিত্বের চেহারা নিয়েছে। 

বন্ধুগণ,

মরিশাস আমাদের ঘনিষ্ঠ সামুদ্রিক প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে আমাদের এক প্রধান অংশীদার। মরিশাসে আমার গতবারের সফরের সময়ে আমি SAGAR ভিশনের কথা বলেছিলাম। এর কেন্দ্রে রয়েছে আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা এবং পারস্পরিক অগ্রগতি। উন্নয়নশীল দেশগুলিকে একত্রিত হয়ে সমস্বরে নিজেদের কথা বলতে হবে বলে আমরা মনে করি। এই ভাবনা থেকেই আমাদের জি২০ সভাপতিত্বের সময়ে আমরা উন্নয়নশীল দেশগুলিকে অগ্রাধিকার দিয়ে তাদের ওপর মনোযোগ নিবদ্ধ করেছিলাম। মরিশাসকে আমরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। 

 

|

বন্ধুগণ,

আমি আগেও বলেছি, বিশ্বে কোনো একটি দেশের যদি ভারতের ওপর অধিকার থেকে থাকে, তবে তা হল মরিশাস। আমাদের সম্পর্কের কোনো সীমারেখা নেই। এই সম্পর্ককে ঘিরে আমাদের আশা-আকাঙ্ক্ষারও শেষ নেই। ভবিষ্যতেও আমাদের নাগরিকদের সমৃদ্ধি এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আমরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবো। এই ভাবনা নিয়ে আসুন, আমরা প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম এবং শ্রীমতী বীণা জির সুস্বাস্থ্য, মরিশাসের মানুষের সমৃদ্ধি ও অগ্রগতি এবং ভারত ও মরিশাসের সুদৃঢ় বন্ধুত্ব কামনা করি। 

 

|

জয় হিন্দ !

ভিভে মরিস !

প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছিলেন।

 

  • प्रभात दीक्षित March 31, 2025

    वन्देमातरम वन्देमातरम
  • प्रभात दीक्षित March 31, 2025

    वन्देमातरम
  • Nitin Kr Singh Patel March 31, 2025

    👏👏
  • Mudraganam Srinivas March 29, 2025

    👍
  • Sekukho Tetseo March 28, 2025

    Elon Musk say's, 'I am a FAN of MODI'.
  • Dheeraj Thakur March 26, 2025

    जय श्री राम जय श्री राम
  • Dheeraj Thakur March 26, 2025

    जय श्री राम
  • ram Sagar pandey March 26, 2025

    🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माता दी 🚩🙏🙏जय माँ विन्ध्यवासिनी👏🌹💐ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹जय श्रीराम 🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹
  • Ravi Dhakad March 25, 2025

    🚩🚩🚩
  • Jitendra Kumar March 24, 2025

    ❤️🙏🇮🇳
Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Commercial LPG cylinders price reduced by Rs 41 from today

Media Coverage

Commercial LPG cylinders price reduced by Rs 41 from today
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister hosts the President of Chile H.E. Mr. Gabriel Boric Font in Delhi
April 01, 2025
QuoteBoth leaders agreed to begin discussions on Comprehensive Partnership Agreement
QuoteIndia and Chile to strengthen ties in sectors such as minerals, energy, Space, Defence, Agriculture

The Prime Minister Shri Narendra Modi warmly welcomed the President of Chile H.E. Mr. Gabriel Boric Font in Delhi today, marking a significant milestone in the India-Chile partnership. Shri Modi expressed delight in hosting President Boric, emphasizing Chile's importance as a key ally in Latin America.

During their discussions, both leaders agreed to initiate talks for a Comprehensive Economic Partnership Agreement, aiming to expand economic linkages between the two nations. They identified and discussed critical sectors such as minerals, energy, defence, space, and agriculture as areas with immense potential for collaboration.

Healthcare emerged as a promising avenue for closer ties, with the rising popularity of Yoga and Ayurveda in Chile serving as a testament to the cultural exchange between the two countries. The leaders also underscored the importance of deepening cultural and educational connections through student exchange programs and other initiatives.

In a thread post on X, he wrote:

“India welcomes a special friend!

It is a delight to host President Gabriel Boric Font in Delhi. Chile is an important friend of ours in Latin America. Our talks today will add significant impetus to the India-Chile bilateral friendship.

@GabrielBoric”

“We are keen to expand economic linkages with Chile. In this regard, President Gabriel Boric Font and I agreed that discussions should begin for a Comprehensive Economic Partnership Agreement. We also discussed sectors like critical minerals, energy, defence, space and agriculture, where closer ties are achievable.”

“Healthcare in particular has great potential to bring India and Chile even closer. The rising popularity of Yoga and Ayurveda in Chile is gladdening. Equally crucial is the deepening of cultural linkages between our nations through cultural and student exchange programmes.”