আমার বন্ধু, প্রধানমন্ত্রী কিশিদাজী,
উভয় দেশের প্রতিনিধিবৃন্দ,
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ,
গুজরাটের অর্থমন্ত্রী শ্রী কানুভাই দেশাই,
ভারত - জাপান বিজনেস লিডার্স ফোরামের সমস্ত সদস্যবৃন্দ,
আপনাদের সকলকে স্বাগত।
প্রত্যেককে নমস্কার!
জাপান থেকে ভারতে আগত সমস্ত বন্ধু এবং প্রধানমন্ত্রী কিশিদা জী-কে সাদর অভ্যর্থনা।
আমি অত্যন্ত আনন্দিত যে, দু-বছরেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর আমরা ভারত ও জাপানের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক আয়োজন করতে সক্ষম হয়েছি।
ভারত - জাপান বিশেষ কৌশলগত ও বিশ্ব অংশীদারিত্বে আমাদের অর্থনৈতিক সম্পর্ক একটি মজবুত ভিত্তি।
কোভিড পরবর্তী সময়ে অর্থব্যবস্থার পুনরুদ্ধার ও আর্থিক নিরাপত্তার জন্য ভারত - জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব না কেবল দুই দেশকে, বরং সমগ্র এই অঞ্চল ও বিশ্বকেও আস্থা ও স্থিতিশীলতা প্রদান করবে।
ভারতে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সংস্কারমূলক উদ্যোগ এবং উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা আগের তুলনায় এখন অনেক বেশি ইতিবাচক অনুকূল বাতাবরণ গড়ে তুলছে।
ভদ্রমহোদায় / মহোদয়াগণ,
ভারতে জাতীয় পরিকাঠামো পাইপলাইনে নয় হাজারটির বেশি প্রকল্প রয়েছে, যেখানে বিনিয়োগের আনুমানিক পরিমাণ প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার। পরিকাঠামো সংক্রান্ত এই প্রকল্পগুলি সহযোগিতার একাধিক সুযোগ করে দেবে।
জাপানের সংস্থাগুলি উৎসাহের সঙ্গে আমাদের এই প্রয়াসে সামিল হবে বলে আমি আশা করি। এজন্য আমরা জাপানের সংস্থাগুলিকে সম্ভাব্য সবরকম সাহায্যে অঙ্গীকারবদ্ধ।
বন্ধুগণ,
ভারত - জাপান সম্পর্কের কেন্দ্রস্থলে রয়েছে সমৃদ্ধি, অগ্রগতি ও অংশীদারিত্ব। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ভারত - জাপান বিজনেস লিডার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এজন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন ও শুভকামনা জানাই।
অসংখ্য ধন্যবাদ!