'Minimum Government, Maximum Governance' and 'Sabka Saath, Sabka Vikas' form the basis of New India: PM Modi
Our Government is keen to fulfil the aspirations of the people: PM Modi
A combination of technology and human sensitivities is ensuring greater 'ease of living': PM Modi

এখানেউপস্থিতসমস্তশ্রদ্ধেয়ব্যক্তিবর্গ, ভদ্রমহিলাওভদ্রমহোদয়গণ,

সবারআগেআমি ‘দৈনিকজাগরণ’-এরসমস্তপাঠক, কাগজপ্রকাশনেরসঙ্গেযুক্তসকলে, আরযাঁরাপ্রতিদিনমানুষেরবাড়িতেবাড়িতেখবরেরকাগজপৌঁছেদেন, বিশেষকরেসেইহকারবন্ধুদেরএবংআপনাদেরসম্পাদকীয়টিমকেএইহীরকজয়ন্তীউপলক্ষেঅনেকঅনেকশুভেচ্ছাজানাই।

বিগত৭৫ বছরধরেআপনারাপ্রতিনিয়তদেশেরকোটিকোটিমানুষেরকাছেতথ্যওসংস্কৃতিরবাহকহিসেবেযুক্তথেকেছেন।দেশেরপুনর্নির্মাণেএবংদেশবাসীকেসচেতনকরতেদৈনিকজাগরণগুরুত্বপূর্ণভূমিকাপালনকরেছে।যেকাজআপনারা ‘ভারতছাড়ো’ আন্দোলনেরপ্রেক্ষিতেশুরুকরেছিলেন, তাআজনতুনভারতেরনতুনআশা, নতুনসংকল্পএবংনতুনসংস্কারকেএগিয়েনিয়েযাওয়ারক্ষেত্রেসহায়কভূমিকাপালনকরছে।আমি ‘দৈনিকজাগরণ’-এরনিয়মিতপাঠক।যখনথেকেহিন্দিখবরেরকাগজপড়াশুরুকরেছি, হয়তোতখনথেকেইপড়ছি।নিজেরঅভিজ্ঞতাথেকেইবলতেপারিযেবিগতদশকগুলিতেদৈনিকজাগরণদেশওসমাজেপরিবর্তনআনারপ্রচেষ্টায় ইন্ধনযুগিয়েছে।

বিগতচারবছরধরেআপনাদেরসবক’টিসংস্করণএবংসংবাদমাধ্যমেরঅন্যান্যশাখাঅত্যন্তসুচারুভাবেরাষ্ট্রনির্মাণেরমজবুতস্তম্ভরূপেনিজেদেরদায়িত্বপালনকরেছেন। ‘বেটিবাঁচাও – বেটিপড়াও’ আন্দোলনথেকেশুরুকরে ‘স্বচ্ছভারতঅভিযান’কেগণ-আন্দোলনেরূপদেওয়ারক্ষেত্রেদেশেরসংবাদমাধ্যমেরএকটিইতিবাচকভূমিকারয়েছে।দৈনিকজাগরণওএক্ষেত্রেঅগ্রণীভূমিকাপালনকরেছে।কিছুদিনআগেইআমারআপনাদেরসঙ্গেভিডিওকনফারেন্সেরমাধ্যমেকথাবলারসুযোগহয়েছিল।তখনআমিজানতেপেরেছিলাম, কিভাবেআপনারাসবাইপরিচ্ছন্নতাকেসংকল্পহিসেবেগ্রহণকরেকাজকরেচলেছেন!

বন্ধুগণ, আগামীদিনেসংবাদমাধ্যমেরভূমিকাআরওগুরুত্বপূর্ণহতেচলেছে।আজডিজিটালবিপ্লবসংবাদমাধ্যমতথাখবরেরকাগজগুলিকেবিস্তারপ্রদানকরেছে, এইপ্রেক্ষিতেআমারদৃঢ়বিশ্বাস, নতুনসংবাদমাধ্যমঅবশ্যইনতুনভারতেরভিত্তিকেআরওশক্তিশালী করে তুলবে।

বন্ধুগণ, আমরাযখননতুনভারতেরকথাবলি, তখন ‘ন্যূনতমসরকারঅধিকতমপ্রশাসন’ এবং ‘সবকাসাথসবকাবিকাশ’কেমূলমন্ত্রকরেকথাবলি।আমরাএমনএকব্যবস্থারকথাবলি, যেখানেপ্রত্যেকপ্রকল্পগড়েউঠবেগণ-অংশীদারিত্বেরমাধ্যমে।জনগণইএগুলিরঅগ্রগতিরতদারকিকরবে।এইভাবনানিয়েইআমরাবিগতচারবছরধরেদেশকেএগিয়েনিয়েচলেছি।কেন্দ্রীয়সরকারেরঅনেকপ্রকল্পইজনগণনিজেদেরদায়িত্বভেবেএগিয়েনিয়েচলেছেন।সরকার, সংস্কারএবংসমবায়েরভাবনাদেশেশক্তিশালীহয়েছে।

দেশেরযুবসম্প্রদায়আজনিজেদেরউন্নয়নেরঅংশীদারবলেভাবছেন।সরকারিপ্রকল্পগুলিকেতাঁরাঅনেকবেশিনিজেরকরেনিয়েছেন।তাঁদেরকন্ঠস্বরসরকারশুনতেপাচ্ছে – এইবিশ্বাসথেকেইআজসরকারিব্যবস্থারপ্রতিতাঁদেরআস্থানিবিড়হয়েছে।এইআস্থাসম্বলকরেইসরকারনির্ধারিতলক্ষ্যেপৌঁছতেপারছে, প্রতিটিকাজেপারদর্শিতাওস্বচ্ছতাবাড়ছে।

বন্ধুগণ, জাগরণফোরামেআপনারাঅনেকবিষয়েআলোচনাকরছেন।অনেকপ্রশ্নউঠবে, অনেকজবাবওঅন্বেষণকরাহবে।আমিওআজআপনাদেরএইমঞ্চথেকেএকটিতুলছি।এটিআমারপ্রশ্নকিন্তুতারসঙ্গেগোটাদেশেরভাবনাজড়িয়েআছে।আপনারাওহয়তোভাবেন, অবাকহয়েপড়তেপড়তেভাবেনযে, স্বাধীনতারএতদশকপরেওআমাদেরদেশপিছিয়েআছেকেন? আমাদেরকাছেবিশালঊর্বরজমিরয়েছে।আমাদেরনবীনপ্রজন্মযেমনপ্রতিভাবান, তেমনইপরিশ্রমী।আমাদেরকখনোইপ্রাকৃতিকসম্পদেরকোনওঅভাবছিলনা! এতকিছুথাকাসত্ত্বেওআমাদেরদেশকেনএগোতেপারেনি? অনেকছোটছোটদেশ, যাদেরজনসংখ্যাকম, প্রাকৃতিকসম্পদওতেমননেই; তেমনঅনেকদেশওকমসময়েরমধ্যেইআমাদেরথেকেএগিয়েগিয়েছে।

আমাদেরদেশেরমানুষনিজেদেরক্ষমতায়চাঁদেচন্দ্রযানপাঠিয়েছে, অনেককমব্যয়েমঙ্গলঅভিযানেরমতোমহাযজ্ঞসম্পূর্ণকরেছে।কিন্তুএদেশেরঅসংখ্যগ্রামেএখনওসড়কপথপৌঁছোয়নিকেন?

বন্ধুগণ, ভারতীয়দেরউদ্ভাবনেএখনবিশ্বআলোকিতহচ্ছে।কিন্তুকোটিকোটিভারতীয়েরবাড়িতেএতবছরেওবিদ্যুৎআসেনিকেন?

আমাদেরদেশেছয়দশকেরওবেশিসময়ধরেমানুষকেকেনবুনিয়াদিপরিষেবারজন্যেহাপিত্যেশকরেমরতেহয়? বড়বড়মানুষ, বিখ্যাতসবমানুষেরাসরকারপরিচালনারকাজকরেছেন, কিন্তুবহুদশককেটেযাওয়ারপরেওদেশেরমানুষেরছোটছোটসমস্যারসমাধানহয়নি।

বন্ধুগণ, লক্ষ্য নির্ণয়েরঅভাবছিলনা, ইচ্ছাশক্তিরঅভাবছিল।টাকারঅভাবছিলনা, সংবেদনারঅভাবছিল।সামর্থ্যেরঅভাবছিলনা,কর্মসংস্কৃতিরত্রুটিছিল।কবীরদাসজিবলেছিলেন, আগামীকালেরকাজআজকরো, আজকেরকাজএখুনি! অনেকসহজেইকেউকেউসেইবিখ্যাতউক্তিকেহাস্যকরকরেতোলেন।

বন্ধুগণ, সম্প্রতিএলিফ্যান্টাপর্যন্তসমুদ্রেরজলেরনিচেদিয়ে ‘কেব্‌লস’ বিছিয়েবিদ্যুৎপৌঁছানোরএকটিভিডিওভাইরালহয়েছিল।আমিদেখেছি,আপনারাওহয়তোদেখেছেন! কল্পনাকরুন, মুম্বাইথেকেসামান্যদূরেইবসবাসকারীএইদ্বীপেরমানুষেরাওইমহানগরীরআলোররোশনাইরোজদেখতেন, অথচসূর্যডুবলেইনিজেরাঅন্ধকারেথাকতেবাধ্যহতেন।দেশস্বাধীনহওয়ার৭০ বছরপরেওতাঁদেরএইঅবস্থাছিল।কিছুদিনআগেআমাকেএকজনচিঠিলিখেমেঘালয়কেরেলমানচিত্রেরঅন্তর্ভুক্তকরানোরজন্যেধন্যবাদজানিয়েছেন।আপনারাকল্পনাকরতেপারেন, আমরাশাসনক্ষমতায়আসারআগেপর্যন্তমেঘালয়, মিজোরামএবংত্রিপুরাভারতেররেলমানচিত্রেছিলনা! ভাবুন, কারাকিভাবেওইরাজ্যগুলিরবাসিন্দাজনগণেরজীবনেপ্রভাবফেলেছেন!

বন্ধুগণ, আগেদেশকোনপথেকেমনগতিতেএগোচ্ছিলোআরআজদেশকোনদিশায়, কেমনগতিতেএগিয়েযাচ্ছে।এটাআমাদেরসংবাদমাধ্যমেরবন্ধুদেরজন্যেগবেষণাএবংবিশ্লেষণেরবিষয়হতেপারে! কখনকরবেনতাআমিজানিনা।ভাবুন, দেশস্বাধীনহওয়ারপর৬৭বছরেকেনমাত্র৩৮শতাংশগ্রামীণগৃহেশৌচালয়ছিল, আরমাত্রসাড়েচারবছরেএইপরিসংখ্যানকিভাবে৯৫শতাংশেপৌঁছালো ?

ভাবুন, দেশস্বাধীনহওয়ারপর৬৭বছরেকেনমাত্র৫৫শতাংশবস্তি, গ্রামওজনপদেসড়কপথপৌঁছেছে, আরকিভাবেমাত্রচারবছরে৯০শতাংশেরওবেশিগ্রামেসড়কপথনির্মিতহয়েছে ?  স্বাধীনতারপর৬৭বছরেকেনমাত্র৫৫শতাংশবাড়িতেরান্নারগ্যাসসংযোগহয়েছে, আরকিভাবেমাত্রচারবছরে৯০শতাংশেরওবেশিবাড়িতেরান্নারগ্যাসসংযোগসম্ভবহয়েছে? সবশেষেভাবুন, ৬৭বছরেকেনমাত্র৭০শতাংশগ্রামীণপরিবারেবিদ্যুৎসংযোগহয়েছে, আরকিভাবেমাত্রচারবছরে৯৫শতাংশেরওবেশিগ্রামীণপরিবারেবিদ্যুৎসংযোগসম্ভবহয়েছে ? বন্ধুগণ, এভাবেপ্রশ্নকরতেথাকলেঘণ্টারপরঘণ্টাপেরিয়েযেতেপারে, ব্যবস্থাসমূহেরঅপূর্ণতাথেকেসম্পূর্ণতারপথেআমাদেরদেশেরঅগ্রগতিঅভূতপূর্ব।

বন্ধুগণ, ভাবুন…কেনস্বাধীনতারপর৬৭ বছরেমাত্র৫০শতাংশপরিবারেরইব্যাঙ্কঅ্যাকাউণ্টছিল, আরকিভাবেমাত্রচারবছরেদেশেরপ্রায়সমস্তপরিবারেরব্যাঙ্কঅ্যাকাউণ্টহল? দেশস্বাধীনহওয়ারপর৬৭বছরপরওকেনদেশেরমাত্রচারকোটিনাগরিকআয়কররিটার্নভরতেন,আরমাত্রচারবছরেকিভাবেআরওতিনকোটিনাগরিকআয়কররিটার্নভরেআয়করনেটওয়ার্কেরসঙ্গেযুক্তহয়েছেন? ভাবুন… জিএসটিচালুহওয়ারআগেআমাদেরদেশেরঅপ্রত্যক্ষকরব্যবস্থারসঙ্গেমাত্র৬৬লক্ষব্যবসায়ীওশিল্পপতিযুক্তছিলেন, আরজিএসটিচালুহওয়ারপরকোথাথেকেএসে৫৪লক্ষনতুনব্যবসায়ীওশিল্পপতিনিজেদেরনথিভুক্তকরালেন?

বন্ধুগণ, পূর্ববর্তীসরকারগুলিএসবকেনকরতেপারেনি, যাআমরাপেরেছি? একইব্যবস্থা, একইআধিকারিকওকর্মচারীবৃন্দ, ফাইলচালাচালিরএকইব্যবস্থা, একইটেবিল-চেয়ার-কলম, তাহলেএইপরিবর্তনকিভাবেএসেছে? এটাইপ্রমাণযেএদেশেপরিবর্তনআসাসম্ভব! আরআমিআপনাদেরএটাওমনেকরাতেচাই, যেপরিবর্তনইআসছে, গতিএসেছে; এসবকিছুইসম্ভবহতোনাযদিআমরাতৃণমূলস্তরেগিয়েসিদ্ধান্তনানিতাম, সেগুলিকেঅগ্রাধিকারনাদিতাম!

আপনারাকল্পনাকরুন… কয়েকদশকআগেইযদিদেশেরজনগণেরমৌলিকসমস্যাগুলিরসমাধানসম্ভবহতোতাহলেআমরাএতদিনেদেশকেকোথাথেকেকোথায়পৌঁছেদিতেপারতাম! আমারজন্যেদেশেরমানুষেরস্বার্থেএভাবেকাজকরেযাওয়াসৌভাগ্যেরবিষয়।কিন্তুদেশেরজনগণেরজন্যেদুর্ভাগ্যেরবিষয়যেতাঁদেরএত বছরঅপেক্ষাকরতেহয়েছে!

বন্ধুগণ, যেদিনআমারদেশেরদরিদ্র, শোষিত, বঞ্চিতদেরসমস্তমৌলিকপরিষেবাপ্রদানসম্ভবহবে…তাঁরাশৌচালয়, বিদ্যুৎ, ব্যাঙ্কঅ্যাকাউন্ট,রান্নারগ্যাসসংযোগ, শিক্ষা, আরোগ্যেরমতোমৌলিকচিন্তাথেকেমুক্তিপাবেন, আমারদৃঢ়বিশ্বাস, সেদিনতাঁরানিজেরাইনিজেদেরদারিদ্র্যকেপরাস্তকরতেপারবেন! বিগতচারবছরধরেআপনারাএইপরিবর্তনগুলিহতেদেখছেন।পরিসংখ্যানএরসাক্ষী।আগেএসব কিছুনাহওয়ারকারণহল, মানুষেরদারিদ্র্যদূরহয়েগেলেতাঁরা ‘গরীবিহটাও’ শ্লোগানকেমনকরেদেবেন? মানুষেরসমস্তমৌলিকসমস্যারসমাধানহয়েগেলেতাঁরাভোটব্যাংকরাজনীতিকিভাবেকরবেন?

ভাইওবোনেরা, আজআমরাদেশের১০০শতাংশমানুষকেমৌলিকপরিষেবাসমূহপ্রদানেরকাছাকাছিপৌঁছেদিয়েদেশকেনতুনউচ্চতায় পৌঁছে দেওয়ারজন্যপ্রস্তুতকরেতুলেছি।আমরাকোটিকোটিভারতবাসীরপ্রত্যাশা, তাঁদেরআকাঙ্ক্ষাবাস্তবায়নেরজন্যআমরাতৎপর।আজআমরানতুনভারতেরসংকল্পথেকেসিদ্ধিরযাত্রাপথেএগিয়েচলেছি।এইযাত্রায়আমরাযেভাবেপ্রযুক্তিব্যবহারকরছিতাবিশ্বেউন্নয়নশীলওপিছিয়েপড়াদেশগুলিরজন্যেএকটিমডেলহিসেবেপরিগণিতহবে।

বন্ধুগণ, আজভারতেযোগাযোগব্যবস্থাথেকেশুরুকরেবার্তালাপওসম্প্রচারব্যবস্থা, প্রতিযোগিতাথেকেশুরুকরেপরিবহণব্যবস্থা, জীবনেরপ্রত্যেকক্ষেত্রকেপ্রযুক্তিরসঙ্গেযুক্তকরারপ্রচেষ্টাচলছে।প্রযুক্তিএবংমানবিকসংবেদনারশক্তিতেবলীয়ানহয়ে ‘ইজঅফলিভিং’ সুনিশ্চিতকরাহচ্ছে।আমাদেরব্যবস্থাগুলিদ্রুতনতুনবিশ্বেরপ্রয়োজনঅনুসারেসেজেউঠছে।সৌরশক্তিওজৈব-জ্বালানিনির্ভরআধুনিকব্যবস্থাগড়েতোলাহচ্ছে।

দেশেআজএকবিংশশতাব্দীরপ্রয়োজনীয়তাঅনুসারে ‘পরবর্তীপ্রজন্মেরউপযোগীপরিকাঠামো’ গড়েউঠছে।মহাসড়ক, রেলপথ, আকাশপথওজলপথসংস্কারেরচতুর্মুখীকাজচলছে।সম্প্রতিআপনারাদেখেছেনযেবারাণসীআরকলকাতারমধ্যেজলপথপরিষেবাচালুহয়েছে।এভাবেদেশেনির্মিতইঞ্জিনহীনড্রাইভারচালিতট্রেনএবংতারমহড়াকেআপনারাইতিমধ্যেইখবরেরকাগজেশিরোনামকরেছেন।দেশেবিমানযাত্রাক্রমেএতজনপ্রিয়হচ্ছেযেরেলেশীতাতপনিয়ন্ত্রিতকামরায়সফরকরারচাইতেবেশিমানুষএখনবিমানযাত্রাকরছে।এটাসম্ভবহচ্ছেসরকারছোটছোটটু-টিয়ার, থ্রি-টিয়ারশহরগুলিকে ‘উড়ানযোজনা’-রসঙ্গেযুক্তকরছে।নতুননতুনবিমানবন্দরএবংবিমানপথবিকশিতহচ্ছে।কিভাবেচারিদিকেরব্যবস্থায়পরিবর্তনআসছেসেটাবোঝারঅনেকপ্রয়োজনরয়েছে।আগেএলপিজিসিলিন্ডাররিফিলকরতেবেশকিছুদিনলেগেযেত,এখনদু-একদিনেরমধ্যেইপাওয়াযাচ্ছে।আগেআয়কর ‘রিফান্ড’ পেতেকয়েকমাসলাগতো, এখনকয়েকসপ্তাহেরমধ্যেপাওয়াযাচ্ছে।আগেপাসপোর্টহাতেপেতেকয়েক মাসলাগতো, এখনদুইসপ্তাহেরমধ্যেপাওয়াযাচ্ছে।পাণীয়জলকিংবাবিদ্যুতেরসংযোগএখনসহজেইপাওয়াযাচ্ছে।সরকারেরঅধিকাংশপরিষেবাএখনঅনলাইনঅথবামোবাইলফোনেরমাধ্যমেইপাওয়াযাচ্ছে।এরপেছনেএকটাইভাবনাকাজকরে,যাতেসাধারণমানুষকেকোন রকমব্যবস্থারজটিলতারসম্মুখীননাহতেহয়, লম্বালাইনেনাদাঁড়াতেহয়, দুর্নীতিহ্রাসপায়আরমানুষদৈনন্দিনসমস্যাথেকেমুক্তিপায়।

বন্ধুগণ, আমাদেরসরকারযেমনসমস্তপরিষেবামানুষেরদরজায়দরজায়পৌঁছেদিতেসংকল্পবদ্ধ, তেমনইযাদেরসত্যিকারেরপ্রয়োজনতাঁরাযেনসরকারিপ্রকল্পগুলিদ্বারাউপকৃতহন, সেইপ্রচেষ্টাওচালিয়েযাচ্ছে।‘প্রধানমন্ত্রীআবাসযোজনা’রমাধ্যমেপ্রত্যেকগৃহহীনকেঘর, ‘উজ্জ্বলাযোজনা’রমাধ্যমেগরিবদেরবিনামূল্যেরান্নারগ্যাসসংযোগ, ‘সৌভাগ্যযোজনা’রমাধ্যমেবাড়িতেবাড়িতেবিনামূল্যেবিদ্যুৎসংযোগ, প্রত্যেকবাড়িতেশৌচালয় – এমনইসমস্তপ্রকল্পসম্পর্কেজনগণেরমধ্যেসচেতনতাবৃদ্ধিরমাধ্যমেতাদেরকেএসবসুবিধাগ্রহণেরজন্যউৎসাহিতকরছে।দেশের৫০কোটিরওবেশিগরিবমানুষেরস্বাস্থ্যসুরক্ষাসুনিশ্চিতকরতে‘প্রধানমন্ত্রীজনআরোগ্যযোজনা’বা‘আয়ুষ্মানভারতযোজনা’চালুকরাহয়েছে।

ডিজিটালপ্রযুক্তিস্বনিয়ন্ত্রিতকরাএবংমানবিকসংবেদনশীলতাকেকিভাবেজনগণেরহিতেলাগানোসম্ভব, তারপ্রকৃষ্টউদাহরণহলএইআয়ুষ্মানভারতযোজনা।প্রকল্পশুরুরআগেইএরদ্বারাকারাউপকৃতহবেনতাদেরকেস্পষ্টভাবেচিহ্নিতকরাহয়েছে।তাদেরতথ্যপ্রযুক্তিরমাধ্যমেযুক্তকরেতাঁদেরকে ‘গোল্ডেনকার্ড’ পৌঁছেদেওয়াহচ্ছে।এই ‘গোল্ডেনকার্ড’ আর ‘আয়ুষ্মানমিত্র’, অর্থাৎপ্রযুক্তিওমানবিকসংবেদনারঅদ্ভূতসঙ্গমেরমাধ্যমেদেশেরদরিদ্রথেকেদরিদ্রতমমানুষবিনামূল্যেচিকিৎসারসুবিধাপাচ্ছেন।

বন্ধুগণ, এইপ্রকল্পশুরুহওয়ারপরএখনও১০০দিনপুরোহয়নি, কিন্তুইতিমধ্যেইদেশেরসাড়েচারলক্ষগরিবমানুষএরদ্বারাউপকৃতহয়েছেন,কিংবাএখনওতাঁদেরভালহাসপাতালেচিকিৎসাচলছে।গর্ভবতীমহিলাদেরশল্যচিকিৎসাথেকেশুরুকরেক্যান্সারেরমতোকঠিনরোগেরবিনামূল্যেচিকিৎসাআয়ুষ্মানভারতযোজনারমাধ্যমেসম্ভবহচ্ছে।

বন্ধুগণ, দরিদ্রদেরক্ষমতায়নেরএইসকলপ্রচেষ্টাআগামীদিনেআরওবিস্তৃতকরাহবে।আমরাপ্রযুক্তিরমাধ্যমেব্যবস্থাথেকেদালালদেরউৎখাতকরতেচাই।উৎপাদকএবংউপভোক্তাদেরযথাসম্ভবকাছাকাছিআনতেচাই।আমাদেরস্পষ্টনীতিওকড়াভাবেযথাযথপ্রয়োগেরমাধ্যমেদুর্নীতিদূরকরতেচাই।আমাদেরএইপ্রচেষ্টাগুলিবিশ্ববাসীরপ্রশংসাকুড়োচ্ছে।সেজন্যএখনভারতকে ‘সম্ভাবনারদেশ’ বলাহচ্ছে।

বন্ধুগণ, সম্প্রতিআর্জেন্টিনায়আয়োজিতজি-২০সম্মেলনেআমিবিশ্ব নেতাদেরসামনেদেশথেকেপালিয়েঅন্যদেশেআশ্রয়গ্রহণকারীআর্থিকতছরূপকারীদেরবিরুদ্ধেব্যবস্থাগ্রহণেরপ্রস্তাবরেখেছি।তাদেরকেযেননিরাপদআশ্রয়নাদেওয়াহয়সেইআর্জিজানিয়েছি।আমারদৃঢ়বিশ্বাস,আগামীদিনেআন্তর্জাতিকক্ষেত্রেআমাদেরএইউদ্যোগসুফলদায়কহবে।

বন্ধুগণ, এইদৃঢ়বিশ্বাসেরপেছনেআমারএইঅনুভবকাজকরছেযে, এখনবিশ্ববাসীভারতেরকথাশুনছেওবোঝারচেষ্টাকরছে।বিশ্বেরসমস্তদেশেরসঙ্গেআমাদেরসম্পর্কমধুরতরহয়েছে।তিন-চারদিনআগেইআমরাএরএকটাপ্রমাণপেয়েছি।আমাদেরদেশবাসীরক্রমবর্ধমানআত্মবিশ্বাসেরকারণেইএসবকিছুসম্ভবহচ্ছে।

বন্ধুগণ, আপনারাদেশেসংখ্যাধিক্যেরসরকারগঠনকরেছেনবলেই, শক্তিশালীসরকারগড়েছেনবলেইএইসরকারসাহসকরেবড়বড়সিদ্ধান্তনিতেপারছে।নতুনভারতেরজন্যসরকারেরমূলঅগ্রাধিকার – সামর্থ্য, সম্পদ, সংস্কার, ঐতিহ্য, সংস্কৃতিওনিরাপত্তাসুনিশ্চিতকরা।এইউন্নয়নেরপঞ্চধারাছেলে-মেয়েদেরপড়াশুনা, যুবসম্প্রদায়েরকর্মসংস্থান, বয়স্কদেরচিকিৎসা, কৃষকদেরসেচেরসুবিধাআরপ্রত্যেকেরসমস্যারকথাশোনারব্যবস্থাকেকেন্দ্রেরেখেউন্নয়নেরধ্বজাএগিয়েনিয়েচলেছে।

নতুনভারতেরনতুনস্বপ্নগুলিকেবাস্তবায়িতকরতে ‘দৈনিকজাগরণ’-এরভূমিকাসমগ্রসংবাদমাধ্যমেরজগতেগুরুত্বপূর্ণভূমিকাপালনকরবে।ব্যবস্থাকেপ্রশ্নকরাইআপনাদেরদায়িত্ব, এটাআপনাদেরঅধিকার।সংবাদমাধ্যমেরপরামর্শআরআপনাদেরসমালোচনাকেআমিসবসময়ইস্বাগতজানাই।নিজেদেরমতপ্রকাশেরস্বাধীনতাবজায়রেখেনিরপেক্ষতারসঙ্গে ‘দৈনিকজাগরণসমূহ’ রাষ্ট্রনির্মাণেরঅতন্দ্রপ্রহরীরূপেপ্রতিনিয়তকাজকরেযাবেন – এইআশা, এইবিশ্বাসনিয়েআমিআমারবক্তব্যসম্পূর্ণকরছি।আপনাদেরসবাইকেসংবাদপত্রের৭৫তমবর্ষ পূরণেরজন্যএবংআপনাদেরউজ্জ্বলভবিষ্যতকামনাকরেশুভেচ্ছাজানাই।অনেকঅনেকধন্যবাদ।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures

Media Coverage

India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds the passing of amendments proposed to Oilfields (Regulation and Development) Act 1948
December 03, 2024

The Prime Minister Shri Narendra Modi lauded the passing of amendments proposed to Oilfields (Regulation and Development) Act 1948 in Rajya Sabha today. He remarked that it was an important legislation which will boost energy security and also contribute to a prosperous India.

Responding to a post on X by Union Minister Shri Hardeep Singh Puri, Shri Modi wrote:

“This is an important legislation which will boost energy security and also contribute to a prosperous India.”