QuoteGovernment is making every effort to ensure good connectivity to Prayagraj: PM Modi
QuoteKumbh unites us and gives a glimpse of Ek Bharat, Shreshtha Bharat: PM Modi
QuoteThe actions of the Congress party are proving that it considers itself above country, democracy, judiciary and public: PM Modi

মঞ্চে উপস্থিত উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রদ্ধেয় রাম নায়েকজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যজি, উত্তরপ্রদেশ মন্ত্রীমণ্ডলের সদস্যগণ, সংসদ আমার সহযোগী শ্রী শ্যামাচরণ গুপ্তা, শ্রী বিনোদ কুমার শঙ্কর, শ্রী বীরেন্দ্র সিং, প্রয়াগরাজের মেয়র অভিলাষা গুপ্তাজি এবং বিপুল সংখ্যায় আগত আমার প্রয়াগরাজের ভাই ও বোনেরা।

 

তপস্যা, সংস্কৃতি, সংস্কারের ভূমি তীর্থরাজ প্রয়াগের প্রত্যেক নাগরিককে আমার সাদর প্রণাম। যখনই প্রয়াগরাজ আসার সৌভাগ্য হয় তখন আমার মন এবং মস্তিষ্কে একটি ভিন্ন প্রাণশক্তি সঞ্চার হয়। এখানকার আবহে, এখানকার প্রতিটি ধূলিকণায় ঋষি এবং মনীষীদের দিব্যতার সুরভি টের পাই। অনন্তকাল ধরে প্রয়াগরাজে তীর্থযাত্রীরা যখনই এসেছেন, তাঁরা প্রত্যেকেই এই সুরভি অনুভব করেছেন।

 

প্রয়াগ সম্পর্কে বলা হয়েছে – ‘কো কহি সকতি প্রয়াগ প্রভাউ। কলুষ পুঞ্জ কুঞ্জর মৃগরাউ।।’ অর্থাৎ, পুঞ্জিভূত পাপরূপী হাতিকে মারার জন্য সিংহরূপী প্রয়াগরাজের প্রভাব এবং মাহাত্য বর্ণনা করা দুরূহ। এই সেই পবিত্র তীর্থস্থান যেটি দর্শনের পর রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র সমুদ্র দর্শনের সমতুল সুখ পেয়েছিলেন।

|

ভাই ও বোনেরা, আজ আমি যখন অর্ধকুম্ভের আগে এখানে এসেছি, তখন আপনাদের সবাইকে দেশের প্রত্যেক নাগরিককে একটি শুভ সংবাদ দিতে চাই। এবার অর্ধকুম্ভে প্রত্যেক দর্শনার্থী অক্ষয় বটের দর্শন করতে পারবেন। অনেক প্রজন্ম ধরে অক্ষয় বট দুর্গে বন্দি ছিল। শুধু তাই নয়, অক্ষয় বটের পাশাপাশি এবার সরস্বতী কুম্ভ দর্শনও সম্ভব হবে। আমি নিজে একটু আগে অক্ষয় বটের দর্শন করে আপনাদের মাঝে এসেছি। এই বৃক্ষ তার গভীর শিকড়ের জোরে বারবার পল্লবীত হয়ে আমাদেরও মনেও তেমনই জিজীবিষা জাগিয়ে রাখার প্রেরণা যোগায়।

 

বন্ধুগণ, একটু আগেই এমনই দিব্য এবং জীবন্ত প্রয়াগরাজকে আরও আকর্ষণীয় এবং আধুনিক করে গড়ে তুলতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান বিভিন্ন পরিকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে। এর মধ্যে সড়ক পথ, রেলপথ, নগরের পরিচ্ছন্নতা, মা গঙ্গার দূষণ রোধ এবং স্মার্ট সিটির মতো অসংখ্য প্রকল্প এর মধ্যে রয়েছে। এই প্রকল্প এমনই যে প্রয়াগরাজের প্রত্যেক নাগরিকের জীবনকে সুগম এবং সরল করে তুলবে। অর্ধকুম্ভ চলাকালীন সময়ে এখানে এসে যাঁরা থাকবেন, সেই কল্পবাসীরাও সুন্দর পরিষেবা পাবেন।

 

বন্ধুগণ, বিজেপি সরকার কুম্ভের সময় যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এখানকার পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রেখেছে। জল, স্থল, আকাশ ও রেলপথে প্রয়াগরাজ আসার সমস্ত পথকে সংস্কার করা হয়েছে। কুম্ভকে মাথায় রেখে রেল মন্ত্রক এবার অনেক নতুন ট্রেন চালাবে। এখনই আমি এ শহরের বড় উড়ালপথ, রেল উড়ালপুল এবং আন্ডারপাস, বিদ্যুৎ এবং পানীয় জলের যে প্রকল্পগুলি উদ্বোধন করেছি এগুলি এখানকার পরিকাঠামোকে যেমন মজবুত করবে, তেমনই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। এই অনুষ্ঠানের পর এখান থেকে আমি প্রয়াগরাজ বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের জন্য যাব। এই নতুন টার্মিনাল অত্যন্ত কম সময়ের মধ্যে নির্মাণ করা হয়েছে। এজন্য আমি প্রয়াগরাজের জনগণকে অগ্রিম শুভেচ্ছা জানাই।

 

বন্ধুগণ, অর্ধকুম্ভের অল্প কয়েকদিন আগে এই সকল প্রকল্প নির্মাণ করা হলেও এর প্রভাব এখানেই সীমাবদ্ধ থাকবে না। আগামীদিনে এগুলি প্রয়াগরাজের জনজীবনের প্রত্যেক স্তরে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। এগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলি আগের মতো অস্থায়ী কাজ নয়। এগুলি হল স্থায়ী পরিষেবা। ১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে নির্মিত সুসংহত পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রটি এই শহরের পৌরাণিক আবহের সঙ্গে আধুনিকতার সঙ্গমের প্রতীক। এটি স্মার্ট প্রয়াগরাজের একটি প্রাণকেন্দ্র। সড়ক, বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পরিচালিত হবে।

 

ভাই ও বোনেরা, সরকার চায় এবার সারা পৃথিবী থেকে আসা তীর্থযাত্রী ও পর্যটকরা অর্ধকুম্ভে এসে তপস্যা থেকে প্রযুক্তি পর্যন্ত প্রতিটি বিষয়ের সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। আধ্যাত্ম, আস্থা এবং আধুনিকতার ত্রিবেণী সঙ্গম কত অনুপম হয়ে উঠতে পারে – সেই স্মৃতি নিয়ে তাঁরা ফিরে যাবেন।

 

এখানে নির্মিত সেলফি পয়েন্টও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। একটু আগেই আমি বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে এই দিব্য কুম্ভ, আধুনিক কুম্ভের ছবি সেলফি পয়েন্ট থেকে তুলেছি।

 

বন্ধুগণ, অর্ধকুম্ভের সেলফির সঙ্গম ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ থাকবে যতক্ষণ পর্যন্ত এখানকার মূল শক্তি, মূল সঙ্গম ত্রিবেণী আধুনিক না হয়ে ওঠে। ত্রিবেণীর শক্তির একটি বড় উৎস হল মা গঙ্গা। আমাদের সরকার দ্রুতগতিতে মা গঙ্গাকে পুনরায় স্বচ্ছতোয়া, পূণ্যতোয়া এবং নির্মল করে তোলার কাজ করছে।

|

আজ এখানে যে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পসমূহের উদ্বোধন হয়েছে তার মধ্যে গঙ্গা পরিষ্কার করা এবং এখানকার ঘাটগুলির সৌন্দর্যায়নের সঙ্গে যুক্ত বেশ কিছু প্রকল্প রয়েছে। ১,৭০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত নতুন পয়ঃপ্রণালী শোধন প্রকল্প শহরের প্রায় এক ডজন নালাকে সরাসরি গঙ্গা নদীতে নিষ্কাশিত হতে না দিয়ে এগুলির জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ করবে। তেমনই ‘নমামি গঙ্গে’ প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫০টি ঘাটে সৌন্দর্যায়ন করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫০টি ঘাটের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ হয়েছে। এমনই ছ’টি ঘাটের উদ্বোধনও আজ এখান থেকে করা হয়েছে।

 

ভাই ও বোনেরা, প্রয়াগরাজ থেকে শুরু করে কাশী, কানপুরের মতো উত্তরপ্রদেশের প্রত্যেক শহরের পাশাপাশি গঙ্গার তটবর্তী প্রত্যেক রাজ্যের প্রতিটি তটবর্তী শহরে এ ধরণের পরিষেবা নির্মাণ করা হচ্ছে। ‘নমামি গঙ্গে’ মিশনের মাধ্যমে ইতিমধ্যেই সারা দেশে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে অনেক ক’টি প্রকল্প মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে ৭৫টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মীয়মান ১৫০টি প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

 

বন্ধুগণ, মা গঙ্গা নির্মল এবং বাধাহীন হবে এই সঙ্কল্প নিয়ে সরকারি ব্যবস্থার পাশাপাশি দেশের কোটি কোটি স্বচ্ছাগ্রহী মা গঙ্গার সেবকদের অবদান রয়েছে। দেশের অসংখ্য মানুষ এই অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। যে যার নিজের স্তরে কাজ করে যাচ্ছেন। গঙ্গা মায়ের প্রতি গণ-অংশীদারিত্ব এবং দায়িত্ববোধ আমাদের প্রচেষ্টাকে অনেক শক্তি প্রদান করেছে। গঙ্গার দুই পাড়ে প্রায় সমস্ত গ্রাম ইতিমধ্যেই উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কর্মমুক্ত ঘোষিত হয়েছে।

 

ভাই ও বোনেরা, আমাদের শাস্ত্রে পরিচ্ছন্নতাকে দেবত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। কুম্ভে দেবতাদের আবাস থাকে। এহেন পরিস্থিতিতে কুম্ভের সময় মা গঙ্গা যাতে পরিচ্ছন্ন থাকে তা সুনিশ্চিত করতে আমরা কোনরকম চেষ্টার ত্রুটি করছি না। এখানে আসার আগেই আমি পরিচ্ছন্ন কুম্ভের প্রদর্শনী দেখেছি। উদ্বোধনের সময়েও যাতে কুম্ভে পরিচ্ছন্নতা বজায় থাকে তা সুনিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি এবং পোর্টেবল কম্প্যাক্টরের মতো সরঞ্জাম প্রয়োগ করার প্রকল্প চালু হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে।

 

আমি অত্যন্ত আনন্দিত যে সরকারের এই সকল কর্মযজ্ঞে প্রয়াগরাজের প্রত্যেক নাগরিক যুক্ত হয়েছেন। যে যার নিজের স্তরে কাজ করে চলেছেন। শহরের পরিচ্ছন্নতা থেকে শুরু করে অতিথি সৎকারের জন্য ইতিবাচক আবহ গড়ে তুলতে প্রত্যেকে যথাসাধ্য অংশগ্রহণ করছেন। এখানে যে প্রদর্শনী চালু হয়েছে সেখানে আমি দেখেছি কিভাবে মনোমুগ্ধকর ছবি এঁকে শিল্পীরা শহরকে সাজিয়ে তুলছেন। চিত্রশিল্পের মাধ্যমে প্রয়াগরাজে আগত দর্শনার্থীদের ভারত দর্শন করানোর এই অদ্ভুত প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এক অতুলনীয় অভিজ্ঞতা নিয়ে এখান থেকে প্রত্যেক তীর্থযাত্রী ও পর্যটক ফিরে যাবেন।

 

বন্ধুগণ, আপনাদের এই মনোভাবকে অনুভব করে আমি সারা পৃথিবীর মানুষকে অর্ধকুম্ভে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছি। বিগত এক-দেড় বছর ধরে বিশ্বের যেখানেই গিয়েছি, সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের আমন্ত্রণ জানিয়ে এসেছি যাতে তাঁরা নিজেদের বিদেশি বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে প্রয়াগরাজে এসে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। এখন আমিও তো উত্তরপ্রদেশেরই মানুষ।

 

আপনারা দেখেছেন গতকালই এখানে ত্রিবেণী সঙ্গম ময়দানে ৭০টি দেশের পতাকা সারিবদ্ধভাবে উড়ছে। ভারতে নিযুক্ত ঐ ৭০টি দেশের প্রতিনিধিরা এবং রাজনীতিবিদরা সম্পূর্ণ কুম্ভক্ষেত্র ঘুরে বেড়িয়েছেন। এখানকার অদ্ভুত আবহের অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন। এভাবে কুম্ভের আন্তর্জাতিক জনপ্রিয়তা বৃদ্ধি দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে আমার বিশ্বাস।

|

বন্ধুগণ, এবার দেশের সর্বাধিক প্রাচীন দুই সাংস্কৃতিক শহর প্রয়াগরাজ এবং কাশীতে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ আয়োজন আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানে যখন অর্ধকুম্ভের জন্য দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ আসবেন, তখনই কাশীতে প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে সারা পৃথিবী থেকে প্রবাসী ভারতীয়রা আসবেন। সেই প্রবাসী ভারতীয়রাও নিশ্চয়ই এখানে প্রয়াগরাজে অর্ধকুম্ভ দেখতে আসার চেষ্টা করবেন। কুম্ভে আগত কোটি কোটি মানুষের মিলনে কোটি কোটি বিচারধারার প্রবাহ ভারতকে সমৃদ্ধ এবং শক্তিশালী করে তুলবে।

 

কুম্ভ উৎসব ভারত এবং ভারতীয়ত্বের সবথেকে বড় প্রমাণ। এই উৎসবে ভাষা, পরিধেয় ও খাদ্যাভ্যাসের ভিন্নতা ভুলে মানুষ এক হওয়ার প্রেরণা জাগিয়ে তোলেন। এই উৎসব আমাদের গ্রাম ও শহরকে যুক্ত করে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর প্রকৃত চিত্র এখানে দেখা যায়। আমাদের দায়িত্ব হল এখানে আসা প্রত্যেক অতিথির যত্ন নেওয়া। তাঁরা যাতে শুধুই শ্রদ্ধা নয়, এই দেশের নতুন চিত্র স্মৃতিতে নিয়ে ফিরে যান।

 

এই সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ছাত্র এখানকার পর্যটক ব্যবস্থাপনা দেখে শিখতে আসবেন। দীর্ঘকাল ধরে বিশ্বের সর্ববৃহৎ ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় এই আয়োজনের বিশালতা, বৈচিত্র্য এবং সাফল্য নিয়ে তাদের ছাত্রদের ব্যবস্থাপনার কৌশল শেখাচ্ছে।

 

বন্ধুগণ, ভারতের পরিচয় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের জ্ঞানভাণ্ডার। এই শক্তিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে স্বামী বিবেকানন্দ সহ সমস্ত মহর্ষিরা নিজেদের জীবন সমর্পন করেছেন। বিগত চার-সাড়ে চার বছর ধরে কেন্দ্রীয় সরকারও নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে যাতে দেশের অন্যান্য সম্পদের পাশাপাশি, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যেরও প্রভাব বৃদ্ধি পায়।

 

বন্ধুগণ, আজ পবিত্র প্রয়াগরাজে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আপনাদের ও দেশবাসীকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। প্রয়াগরাজকে উত্তরপ্রদেশের ন্যায়ের মন্দির বলা হয়। বিগত কিছুদিন ধরে যেভাবে দেশে বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার খেলা শুরু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে দেশবাসী বিশেষ করে, দেশের নবীন প্রজন্মকে সতর্ক করা অত্যন্ত প্রয়োজনীয়।

 

বন্ধুগণ, দেশে সবচাইতে বেশি সময় ধরে যে দল শাসন ক্ষমতায় ছিল, তারা নিজেদের আইন, আদালত, সংস্থা এমনকি দেশ থেকেও উঁচু বলে মনে করে। দেশের প্রত্যেক সংস্থাকে এমনকি, সাংবিধানিক সংস্থাগুলিকেও এই দল সর্বনাশ করে ছেড়েছে। যারা তাদের ইচ্ছানুসারে চলেনি, তাদের ইশারায় মাথা নোয়ায়নি তাদেরকে যেন তেন প্রকারেণ দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে। সৌভাগ্যবশতঃ, আমাদের দেশের আদালত নিরপেক্ষভাবে রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন অবস্থান নিয়ে এসেছে। প্রয়াগরাজ তথা উত্তরপ্রদেশের জনগণ থেকে একথা ভালো করে কেনা জানে কংগ্রেস কেন আদালতকে পছন্দ করে না। এই ভূমিতে দাঁড়িয়েই এই দলের সর্বোচ্চ নেতা জনমতকে অপমানিত করার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু প্রয়াগরাজের হাইকোর্ট সত্য এবং সংবিধানের পাশে দাঁড়িয়ে তাঁর সাংসদ পদ খারিজ করে দিয়েছিল। তিনি তখন দেশের গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। এমনকি, জোর করে সংবিধানে পরিবর্তন এনেছিলেন। এমন প্রচেষ্টা হয়েছিল যাতে নির্বাচন কমিশন আদালতের আদেশ মানতে বাধ্য না থাকে।

|

বন্ধুগণ, কংগ্রেস নেতাদের এই প্রবৃত্তি দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে একটি দলের হাতের ইশারায় চলতে বাধ্য করতে চাইছিল। যাঁরা তাদের ইশারায় ঝুঁকবেন না, তাঁদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাদের এই সামন্ততান্ত্রিক ও রাজতান্ত্রিক ভাবনা থেকেই তারা ছলে বলে কৌশলে নিরপেক্ষ সংস্থাগুলিকে ধ্বংস করে দিতে চাইছিল। শাসন ক্ষমতায় থাকলে তারা আদালতকে যে কোন অপছন্দকে ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করে, আর বিপক্ষে থাকলে ধমকায়।

 

বন্ধুগণ, আমি দেশবাসীকে কেশবানন্দ ভারতীর গুরুত্বপূর্ণ মামলাটি মনে করাতে চাই। এই মামলার রায় প্রদানকারী বিচারকরা যখন চাপের মুখে নতিস্বীকার করতে অস্বীকার করেন, তখন বিচার ব্যবস্থার পরম্পরাকে বদলে দিয়ে বরিষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি নির্বাচন না করে এমন ব্যক্তিকে প্রধান বিচারপতি করা হয় যিনি বরিষ্ঠতার দিক থেকে তিনজনের পরে ছিলেন। এটাই ছিল তাদের কাজ করার পদ্ধতি। বিচারপতি খান্না যখন জরুরি অবস্থার সিদ্ধান্ত মেন নেননি, তখন তাঁকেও এরকম অবিচারের শিকার হতে হয়েছিল।

 

ভাই ও বোনেরা, তাদের কাছে দেশহিত কিংবা গণতন্ত্র থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজেদের স্বার্থ। তাদের মনে আইন কিংবা ঐতিহ্যের জন্য কোন সম্মান নেই। তাদের এক নেতা সর্বসমক্ষে বয়ান দিয়েছিলেন – আমরা প্রধান বিচারপতি তাঁকেই হতে দেব যিনি আমাদের ভাবনাচিন্তা, আমাদের দর্শনে সহমত হবেন এবং আমাদের ইচ্ছামতো চলবেন।

 

বন্ধুগণ, আমাদের দেশে আদালত দেশের সংবিধানকে সর্বোপরি রেখে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশ সাক্ষী রয়েছে যে আদালতকে নিজেদের সুবিধামতো পরিবর্তিত করার জন্য কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দল লোভ, লালসা, শত্রুতা, ক্ষমতা – সবকিছু ব্যবহার করার দৃষ্টান্ত স্থাপন করেছে। আদালতকে থামিয়ে দেওয়া, ঝুলিয়ে রাখা, বিপথগামী করা এবং ধমকানোর অনেক পদ্ধতি এই দলের জানা আছে।

 

সম্প্রতি আমরা দেখেছি কিভাবে তারা আদালতের প্রধান বিচারপতির বিরুদ্ধে মহাঅভিযোগ প্রস্তাব আনার প্রচেষ্টা করেছেন।

 

আমার এই সময় একটি খবরের কাগজের শিরোনাম মনে পড়ছে যেখানে লেখা হয়েছিল ঐ দলের একজন নেতা কিভাবে আদালতে আসীন বিচারককে বলেছিলেন যে তিনি কি চান না তাঁর স্ত্রী করওয়া চৌথ পালন করুক! এটা কি ধমকি নয়?

 

|

ভাই ও বোনেরা, এরা প্রত্যেক সংস্থাকে ধ্বংস করার প্রচেষ্টার পর এখন গণতন্ত্রের দোহাই দেয়। কিন্তু তাদের ব্যবহার, ষড়যন্ত্র বারবার প্রমাণ করেছে যে তারা দেশ, গণতন্ত্র, আদালত এমনকি জনগণ থেকেও নিজেদের উঁচু ভাবে। দু’দিন আগেই এর আরেকটি উদাহরণ আমরা দেখেছি। সেজন্যই আমি আপনাদের বলতে চাই, সাবধান থাকুন। এমন দল থেকে সতর্ক থাকুন।

 

ভাই ও বোনেরা, কংগ্রেসের ইতিহাসে যতটা কালিমালিপ্ত রয়েছে, বর্তমানও ততটাই কলঙ্কিত। ক্ষমতা এবং স্বার্থে ডুবে থাকা এই নেতারা ও তাদের সহযোগীদের দেশবাসীর স্বার্থ, তাঁদের আর্থিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি নিয়ে কোন মাথাব্যথা নেই। বেকায়দায় পড়লেই তাদের সংস্কৃতির কথা মনে পড়ে। কিন্তু আমাদের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের সম্পন্নতা, রাষ্ট্রের বৈভব এবং আধ্যাত্মিক সমৃদ্ধিই আসল কথা।

 

এই সংস্কারের মাধ্যমে উত্তরপ্রদেশ সহ গোটা দেশে ‘প্রসাদ’ যোজনার মাধ্যমে আস্থা ও আধ্যাত্মর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিকে যুক্ত করা হচ্ছে। সেখানে অত্যাধুনিক পরিষেবা গড়ে তোলা হচ্ছে। প্রয়াগরাজ থেকে শুরু করে কাশী, অযোধ্যা, বৃন্দাবন, কেদারনাথ, কামাক্ষ্যা ও শবরীমালার মতো অসংখ্য তীর্থক্ষেত্রকে আধুনিক এবং দিব্য করে তোলা হচ্ছে।

|

ভাই ও বোনেরা, ভারত কিভাবে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে। নতুন ভারত কিভাবে পৌরাণিক ঐতিহ্য এবং আধুনিকতার সঙ্গমে গড়ে উঠছে, এর ঝলক এবার অর্ধকুম্ভে দেখতে পাওয়া যাবে।

 

সমগ্র প্রয়াগবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা এই প্রচেষ্টাকে সফল করে তুলতে সদা সচেষ্ট থাকুন। সরকার নিজের দায়িত্ব পালন করছে। কিন্তু এত বড় আয়োজন শুধুই সরকারি ব্যবস্থাপনার ভরসায় সফল হওয়া সম্ভব নয়। আমি নিজে, যোগীজি, আমাদের সমস্ত সাথী আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবার অর্ধকুম্ভের অভূতপূর্ব আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলব।

|

এই আশা নিয়ে আরেকবার আপনাদের সবাইকে প্রয়াগরাজের সার্বিক উন্নয়নের স্বার্থে গড়ে ওঠা প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই।

 

জয় গঙ্গা মাইয়া – জয়

জয় যমুনা মাইয়া – জয়

জয় সরস্বতী মাইয়া – জয়

জয় তীর্থরাজ – জয় তীর্থরাজ

জয় তীর্থরাজ – জয় তীর্থরাজ

ভারত মাতা কি – জয়

ভারত মাতা কি – জয়

ভারত মাতা কি – জয়

 

অনেক অনেক ধন্যবাদ।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Ilaiyaraaja Credits PM Modi For Padma Vibhushan, Calls Him India’s Most Accepted Leader

Media Coverage

Ilaiyaraaja Credits PM Modi For Padma Vibhushan, Calls Him India’s Most Accepted Leader
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates Ms. Kamla Persad-Bissessar on election victory in Trinidad and Tobago
April 29, 2025

Prime Minister Shri Narendra Modi extended his congratulations to Ms. Kamla Persad-Bissessar on her victory in the elections. He emphasized the historically close and familial ties between India and Trinidad and Tobago.

In a post on X, he wrote:

"Heartiest congratulations @MPKamla on your victory in the elections. We cherish our historically close and familial ties with Trinidad and Tobago. I look forward to working closely with you to further strengthen our partnership for shared prosperity and well-being of our people."