প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ, শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রী শ্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
উন্নয়নশীল দেশগুলির পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ সহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন। উন্নয়নশীল দেশগুলির জন্য সঠিক সময়ে যথেষ্ট পরিমাণে জলবায়ু পরিবর্তন আটকাতে প্রয়োজনীয় তহবিলের যোগানের ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দেন। তিনি বলেন, শ্রী স্টোর-এর অঙ্গীকার এক্ষেত্রে প্রশংসার যোগ্য।
উভয় নেতা মহাসাগরীয় অর্থনীতি (ব্লু ইকনমি)-র জন্য টাস্ক ফোর্স গঠন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের পর্যালোচনা করেছেন। পরিবেশ-বান্ধব হাইড্রোজেন জ্বালানি, জাহাজ চলাচল, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নরওয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।