প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে জার্মান চ্যান্সেলার ডঃ আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে কথা বলেছেন।
দুই নেতা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট অঞ্চলে ও বিশ্বে এর কি প্রভাব পরবে তা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। তাঁরা শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে আটকে থাকা মানুষদের দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উভয় নেতা কোভিড-১৯ টিকা, জলবায়ু ও জ্বালানীর বিষয়ে সহযোগিতা গড়ে তোলা এবং ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় আগামী সিওপি-২৬ বৈঠক, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ভারতের উদ্যোগ সহ বহুস্তরিয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সর্বস্তরের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অভিন্ন উদ্যোগ গ্রহণের উপরও তাঁরা গুরুত্ব দিয়েছেন।