প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মিঃ চার্লস মিশেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
দুই নেতা আফগানিস্তানে উদ্ভুত পরিস্থিতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়াবহ জঙ্গিহানার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেন। সেই জঙ্গিহানায় অনেকে প্রাণ হারিয়েছেন। স্থিতিশীল ও সুরক্ষিত আফগানিস্তান গঠনের উপর তারা জোর দিয়েছেন। এই প্রেক্ষিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । তারা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে, বিশেষত আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পারস্পরিক যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
Spoke with @eucopresident Charles Michel, President of the European Council, about the evolving situation in Afghanistan. Also reiterated our commitment to further strengthening India-EU relations.
— Narendra Modi (@narendramodi) August 31, 2021