জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন করেছেন। তিনি এই রবিবার, অর্থাৎ ২২শে মার্চ সমস্ত নাগরিককে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু মেনে চলার অনুরোধ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী ২২শে মার্চ সমস্ত নাগরিককে বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করেছেন। এছাড়া তিনি রাজ্য সরকারগুলিকে নেতৃত্ব দিতে অনুরোধ করেছেন এবং এনসিসি, এনএসএস কয়েকটি যুব সংগঠন, খেলাধুলার সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সবার কাছে জনতা কার্ফু সফল করার আবেদন জানান এবং তাঁদের ঘরে থাকতে বলেন।
এছাড়া প্রধানমন্ত্রী মোদী প্রত্যেক ব্যক্তির কাছে আবেদন জানান, তারা যেন রোজ কমপক্ষে ১০ জন লোকের সাথে ফোনে যোগাযোগ করে বিশদ ভাবে জানায় যে এই করোনা ভাইরাসের থেকে তাদের আত্মরক্ষা করার উপায় কি কি, এবং জনতা কার্ফু এর বিষয়টি ঠিক কি।
প্রধানমন্ত্রী মোদী 'জনতা কার্ফু' পর্যবেক্ষণ করার সময় একটি বিশেষ অনুরোধও করেছেন।