প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের সমতুল অর্থনীতিতে পৌঁছনো একটি উচ্চাকাঙ্খী প্রয়াস। কিন্তু আমাদের বড় কিছু ভেবে এগোতে হবে। তিনি বলেন, “আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করে বলতে চাই যে, ভারতের অর্থনীতি অত্যন্ত মজবুত। পূর্ণ গতিতে ও পূর্ণ শক্তিতে ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের সমতুল অর্থনীতিতে পৌঁছনোর স্বপ্ন পূরণের লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে”।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের স্বপ্ন পূরণের লক্ষ্যে সরকার গ্রাম ও শহরের পরিকাঠামো, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, বস্ত্রশিল্প, প্রযুক্তি এবং পর্যটনের ওপর গুরুত্ব আরোপ করেছে। এই ক্ষেত্রগুলিতে অগ্রগতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’তে গতি আনতে কর কাঠামো সহ সবরকমের প্রক্রিয়ার সরলীকরণ করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে উৎসাহ নিশ্চিত করতে এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে সংযুক্তিকরণের নীতির সুফল ইতমধ্যেই আসতে শুরু করেছে।

ছোট ছোট শহরগুলি-ই হ’ল নতুন ভারতের ভিত

প্রধানমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে উচ্চাকাঙ্খী তরুণরা ছোট ছোট শহরগুলিতেই বাস করেন, যেগুলি হ’ল – নতুন ভারতের ভিত। “আজ দেশের অর্ধেকেরও বেশি ডিজিটাল লেনদেন ছোট ছোট শহরগুলিতে হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতে অর্ধেকের মতো নতুন উদ্যোগ – স্টার্ট আপের নিবন্ধীকরণ করা হয়েছে। মহাসড়ক ও রেল যোগাযোগের দ্রুত উন্নয়ন হচ্ছে”।

২০২৪ সালের মধ্যে আরও ১০০টি বিমানবন্দর

প্রধানমন্ত্রী বলেন যে, উড়ান প্রকল্পে সম্প্রতি ২৫০তম যাত্রাপথের সূচনা হয়েছে। এর ফলে, দেশে ২৫০টি ছোট শহরে স্বল্প মূল্যে বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। “স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে মাত্র ৬৫টি বিমানবন্দর চালু ছিল। বিগত পাঁচ বছরে তা বৃদ্ধি পেয়ে ১০০-রও বেশি হয়েছে। ২০২৪ সালের মধ্যে মূলত, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতে আরও ১০০টি বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে”।

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi