শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন। পরপর তিনবার প্রধানমন্ত্রী হলেন তিনি। রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তাঁকে এবং মন্ত্রিসভায় তাঁর সহকর্মীদের আজ পদ ও মন্ত্রগুপ্তির শপথ পাঠ করান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে বলেছেন, “আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। ১৪০ কোটি ভারতীয়র সেবায় আমি ব্রতী। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ভারতকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাবে।
আজ যাঁরা শপথ নিলেন, তাঁদের সকলকে অভিনন্দন। তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধনে গঠিত হয়েছে এই মন্ত্রিসভা। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কোনও প্রচেষ্টাই বাকি রাখবো না আমরা।
Took oath as Prime Minister at the ceremony earlier this evening. I look forward to serving 140 crore Indians and working with the Council of Ministers to take India to new heights of progress. pic.twitter.com/xx1e5vUP1G
— Narendra Modi (@narendramodi) June 9, 2024
শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিদেশি অতিথিরা এসেছেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মানব সভ্যতার উন্নয়নে ভারত অংশীদারদের সঙ্গে সবসময় কাজ করে যাবে”।
राष्ट्रपति भवन के प्रांगण में आज शाम हुए समारोह में मैंने प्रधानमंत्री पद की शपथ ली। मैं और मंत्रिपरिषद के मेरे सहयोगी, 140 करोड़ देशवासियों की सेवा करने और देश को विकास की नई ऊंचाइयों पर ले जाने के लिए प्रतिबद्ध हैं। pic.twitter.com/TKNNomHf0r
— Narendra Modi (@narendramodi) June 9, 2024