স্বাগতম!
২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদীর লেখা 'একজাম ওয়ারিয়রস' বইটি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা বেশ ভালভাবে গ্রহণ করেছিলেন।
সম্প্রতি অরুণাচল প্রদেশের এক বিদ্যার্থী অলীনা তায়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছিল যে, এই বইটি তাঁর অনেক ভালো লেগেছে। সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিভাবক ও শিক্ষকদের জন্য কিছু বিষয় রাখার পরামর্শ দিয়েছে। জনগণের প্রধানমন্ত্রী হিসাবে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা জাতির কাছে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং এই বই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করার অনুরোধ করেছেন। সেটা বর্তমানে পড়ুয়ারা যে সব চ্যালেঞ্জ-এর সম্মুখীন হচ্ছে, তার সমাধান বা স্ট্রেস ফ্রি একজাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও হতে পারে।
নীচের মডিউলটিতে এই বিষয়ে আপনার মতামত এবং অন্যান্য তথ্য লিখুন এবং সাবমিটে ক্লিক করুন।