বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক আহমেদ সিদ্দিকি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে তাঁর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর শুভেচ্ছা জানান।
শ্রী সিদ্দিকি ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং কোভিড-১৯ মহমারী সহ সঙ্কটের সময়ে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত করে তুলতে তাঁর সঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা জানান।