প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী অ্যান্টনি অ্যালবানিজ ১৯ নভেম্বর রিও ডি জেনেইরোতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলন করলেন। প্রথম বার্ষিক শিখর সম্মেলনটি হয়েছিল নতুন দিল্লিতে ২০২৩-এর ১০ মার্চ প্রধানমন্ত্রী অ্যালবানিজের সরকারী ভারত সফরের সময়।
দুই প্রধানমন্ত্রী ভারত-অস্ট্রেলিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে তাঁদের সাহায্যের কথা পুনরায় ব্যক্ত করেন। তাঁরা প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও লগ্নি, শিক্ষা, দক্ষতা ও চলমানতা, পুনর্নবিকরণযোগ্য শক্তি, মহাকাশ, ক্রীড়া এবং মানুষে মানুষে মৈত্রী ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এই পরিপ্রেক্ষিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। দুই প্রধানমন্ত্রী পুনর্নবিকরণযোগ্য শক্তি অংশীদারির সূচনাকে স্বাগত জানান।
দুই পক্ষই পারস্পরিক স্বার্থ জড়িত আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ, সুস্থির এবং সমৃদ্ধ ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য তাঁদের দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেন তাঁরা।