কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে রেল ২০২২-২৩ অর্থবর্ষে কোনও একটিমাত্র অর্থবর্ষে পণ্য পরিবহণের সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে। এই সময় ১,৫১২ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে ভারতীয় রেল।
কেন্দ্রীয় রেলমন্ত্রীর এই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ট্যুইটে বলেন :
“এটি বাণিজ্য এবং লজিস্টিক্স ক্ষেত্রের জন্য অত্যন্ত সুখবর।”
Good news for commerce and the logistics sector. https://t.co/Mh816CcsS5
— Narendra Modi (@narendramodi) April 4, 2023