নতুন দিল্লির প্রগতি ময়দানের ইন্টারন্যাশনাল এক্সিবিশন-কাম-কনভেনশন সেন্টার (আইইসিসি)-এ আজ ভারতের জি-২০ সভাপতিত্বে সমন্বয় কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র। এই বৈঠকে নতুন দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বরের জি-২০ শীর্ষ বৈঠক আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা হয়।
শীর্ষ বৈঠকের ব্যবস্থাপনা, প্রোটোকল, নিরাপত্তা, বিমানবন্দরের সঙ্গে সমন্বয়, সংবাদমাধ্যম এবং পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করা হয়।
জি-২০ শীর্ষ বৈঠককে সফল করতে সবকটি সরকারি সংস্থাকে একযোগে কাজ করার জন্য আবেদন জানান ডঃ মিশ্র।
শীর্ষ বৈঠকের প্রস্তাবিত জায়গাও পরিদর্শন করেন কমিটির সদস্যরা। বিভিন্ন সংস্থা যাতে মসৃণভাবে কাজ করতে পারে, সেজন্য নকল মহড়া চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক আয়োজনের নানা দিক নিয়ে কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করা হবে। সেইসঙ্গে, আগামী দু’সপ্তাহের মধ্যে আবার একটি পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের জি-২০ সভাপতিত্বকালে দেশের ৫৫টি জায়গায় এ পর্যন্ত ১৭০টি বৈঠক হয়েছে। এছাড়াও, জুলাই ও অগাস্ট মাস জুড়ে মন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
জি-২০ শীর্ষ বৈঠকের আয়োজন সংক্রান্ত সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমন্বয় কমিটির হাতে অর্পণ করেছে মন্ত্রিসভা। এ পর্যন্ত সমন্বয় কমিটির ৫টি বৈঠক হয়েছে। এছাড়াও, বিভিন্ন বিষয় নিয়ে আরও একগুচ্ছ বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল, দিল্লির উপ-রাজ্যপাল শ্রী ভি কে সাক্সেনা, ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।