আইআইটি রুরকি আয়োজিত প্রথম জয়কৃষ্ণ স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রীর প্রধান সচিব শ্রী পি কে মিশ্র বক্তব্য রেখেছেন। এবারের বক্তব্যের বিষয় ছিল কোভিড–১৯ মহামারী এবং ভারতে বিপর্যয় ব্যবস্থাপনা মোকাবিলার ভবিষ্যৎ।
প্রধান সচিব এই উপলক্ষে বলেছেন, বিপর্যয় ব্যবস্থাপনার মোকাবিলার সুযোগ বৃদ্ধি পেয়েছে। অনেক নতুন নতুন বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং কোনও নির্দিষ্ট গণ্ডীর মধ্যে আর এটি আবদ্ধ নেই।
শ্রী মিশ্র আরও বলেছেন, মহামারীর ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হবে সেগুলি নিয়ে এখন আলোচনা চলছে। কোভিড–১৯ মহামারীর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যার ফলে ভবিষ্যতে ভারত এ ধরনের পরিস্থিতিতে আরও ভালো পরিকল্পনা করতে পারবে।