Quote“The time for incremental change has passed. We need transformation of local, national and global systems”
Quote“In India we have completely transformed the way disaster risk reduction is financed”
Quote“Like ‘preparedness for response’, we need to have emphasis on ‘preparedness for recovery’”

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী প্রমোদ কুমার মিশ্র আজ চেন্নাইয়ে জি-২০-র বিপর্যয় ঝুঁকি হ্রাস সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশগ্রহণ করে বলেন যে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয়ের প্রভাব ও প্রতিক্রিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যাতে সমগ্র বিশ্বের কাছেই তা এক চিন্তার বিষয়। কারণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ পৃথিবীর প্রায় প্রত্যেকের জীবনেই কোনো না কোনভাবে ঝুঁকি ও ব্যাঘাত সৃষ্টি করেছে। এই কারণেই জি-২০ভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের কার্যসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই গোষ্ঠী যদিও এখনও পর্যন্ত বেশ ভালরকম অগ্রগতির স্বাক্ষর রেখেছে, তা সত্ত্বেও এই কাজ কিন্তু এখনও অনেক বাকি রয়ে গেছে। নতুন করে বিপর্যয়ের ঝুঁকি প্রতিরোধ করার জন্য স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় এবং বিশ্ব প্রেক্ষাপটে কাজে নেমে পড়ার ক্ষেত্র এখন মোটামুটিভাবে প্রস্তুত।

শ্রী মিশ্র তাঁর ভাষণে ছোট ছোট প্রাতিষ্ঠানিক পদক্ষেপের পরিবর্তে মূল সমস্যা-কেন্দ্রিক বিষয়গুলির মোকাবিলায় একটি মিলিত ও সার্বিক দৃষ্টিভঙ্গী গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব সবক’টি দেশের জন্য আগাম সতর্কবার্তার যে উদ্যোগ গ্রহণ করেছেন তার ভূয়সী প্রশংসা করে প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, আগাম সতর্কবার্তা ও আগেভাগে কাজে নেমে পড়ার ব্যাপারে পাঁচটি অগ্রাধিকারের দুটি শর্ত আমরা পূরণ করতে পেরেছি।

বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে যে সমস্ত কার্যসূচি গ্রহণ করা হচ্ছে তাতে বিনিয়োগের প্রসঙ্গটির উল্লেখ করে শ্রী মিশ্র বলেন যে বিপর্যয়ের ঝুঁকি কমিয়ে আনতে কাঠামোগত দিক থেকে সবক’টি পর্যায়েই বিনিয়োগকে জোরদার করে তুলতে হবে। গত কয়েক বছরে ভারত বিপর্যয়ের মোকাবিলা সম্পর্কিত ব্যয় ও বিনিয়োগের মাত্রায় আমূল পরিবর্তন এনেছে। শুধুমাত্র বিপর্যয়ের মোকাবিলাই নয়, বিপর্যয়ের মাত্রা ও তীব্রতা কমিয়ে আনার জন্য এবং সেইসঙ্গে সকলরকম প্রস্তুতি ও পুনরুদ্ধার কাজে নেমে পড়ার জন্য ভারত তার বিনিয়োগ ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালিত করছে। তিনি বলেন, জলবায়ু খাতে যে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে তাকে অবশ্যই বিপর্যয়ের ঝুঁকি কমিয়ে আনার কাজেও ব্যবহার করা প্রয়োজন। প্রসঙ্গত, এই কাজে বেসরকারি অর্থ সহায়তার সমস্যার বিষয়টিও আজ তাঁর ভাষণে এড়িয়ে যায়নি বরং, তিনি একটি জিজ্ঞাসাচিহ্ন রেখে বলেন, বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য কি ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণ করা উচিত সে সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনার সময় এখন এবং এই ক্ষেত্রটিতে জি-২০ কতটা সক্রিয় হয়ে উঠতে পারে তাও এখন দেখার বিষয়। তিনি বলেন, মনে রাখতে হবে যে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ কর্পোরেট জগতের একটি সামাজিক দায়বদ্ধতা মাত্র নয়, একইসঙ্গে তাদের বাণিজ্যিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আরেকটি বিশেষ শর্ত।

কয়েক বছর আগে জি-২০ভুক্ত দেশ, রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্যদের সঙ্গে বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো গঠনের সুফলের কথাও এদিন উল্লেখ করেন শ্রী প্রমোদ কুমার মিশ্র। 

পাঁচটি চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে জি-২০-র ওয়ার্কিং গ্রুপ যেভাবে অগ্রগতির পরিচয় রেখেছে তাতে বিশেষ সন্তোষ প্রকাশ করেন শ্রী মিশ্র। কারণ, এই বিষয়টি যথেষ্ট স্বচ্ছ এবং বিপর্যয়ের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে তা একটি কৌশলগত কার্যসূচিকেই তুলে ধরে। 

কর্মীগোষ্ঠীর কাজে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি যেভাবে আগ্রহের সঙ্গে এগিয়ে এসেছেন তাতে কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রিন্সিপাল সেক্রেটারি। কর্মীগোষ্ঠীর কার্যসূচি তৈরি করার কাজে TROIKA-র ভূমিকারও তিনি প্রশংসা করেন। শ্রী মিশ্র বলেন, এর আগে ইন্দোনেশিয়া, জাপান এবং মেক্সিকোর সভাপতিত্বে যে কার্যসূচি গ্রহণ করা হয়েছিল, ভারত তার বক্তব্যের মধ্যে তার গুরুত্ব ও তাৎপর্যকেও ইতিমধ্যেই তুলে ধরেছে। আগামীদিনে ব্রাজিল এই কার্যসূচিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশা করি।

শ্রী মিশ্র তাঁর ভাষণে উল্লেখ করেন যে ভারতের সভাপতিত্বে গত ৮ মাস ধরে যে আলাপ-আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তাতে সায় ও সম্মতি রয়েছে সমগ্র জাতির। দেশের ৫৬টি ভিন্ন ভিন্ন স্থানে এ পর্যন্ত জি-২০-র ১৭৭টি বৈঠক যথেষ্ট উৎসাহ ও আগ্রহের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকগুলিতে জি-২০ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা উপস্থিত থেকে তাঁদের নিজের নিজের বক্তব্য ও মতামত তুলে ধরেছেন উপস্থিত সকলের কাছেই। জি-২০-র কার্যসূচির আওতায় অগ্রগতির হার মোটেই কম নয় বলে জানান তিনি। 

আজকের বৈঠকে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি মিসেস মামি মিজুতোরি, ভারতের জি-২০-র শেরপা শ্রী অমিতাভ কান্ত, জি-২০ভুক্ত দেশগুলির সদস্য-প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি দেশগুলির প্রতিনিধিরা। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের কর্মীরাও যোগ দেন এদিনের বৈঠকে। ভারতের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা সম্পর্কিত বিভিন্ন সরকারি সংস্থা ও সংগঠনের কর্মী ও আধিকারিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। 

 

  • Jitender Kumar Haryana BJP State President June 24, 2024

    🙏🇮🇳
  • Jitender Kumar May 12, 2024

    🇮🇳🙏🆔❤️
  • Jitender Kumar May 12, 2024

    🆔🙏🇮🇳
  • Pankaj Gupta July 29, 2023

    har har modi
  • Babaji Namdeo Palve July 26, 2023

    Bharat Mata Kee Jai
  • Ram Ghoroi July 26, 2023

    জয় ভারত 🇮🇳🇮🇳
  • Lodhi K D . Dhekwar July 26, 2023

    very nice india ke rajkumar
  • prashanth simha July 26, 2023

    Also made a mockery of Oppenheimer.. called him a cry baby, womanizer, leftist, communist, traitor, pitiful character, disturbed, went all out to call him untrustworthy… the Westerners treachery holds no bounds.
  • prashanth simha July 26, 2023

    Christopher Nolan shows in his movie the hero Oppenheimer reading Hindu scriptures while getting laid…. Just tells the mindset & thinking of Westerners. I guess that’s the kind of mind they have…
  • usha rani July 26, 2023

    jai Hind
Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
India will always be at the forefront of protecting animals: PM Modi
March 09, 2025

Prime Minister Shri Narendra Modi stated that India is blessed with wildlife diversity and a culture that celebrates wildlife. "We will always be at the forefront of protecting animals and contributing to a sustainable planet", Shri Modi added.

The Prime Minister posted on X:

"Amazing news for wildlife lovers! India is blessed with wildlife diversity and a culture that celebrates wildlife. We will always be at the forefront of protecting animals and contributing to a sustainable planet."